শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিআরডিবি কর্মচারীদের গণঅনশন অব্যাহত

নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

নিয়মিত বেতন-ভাতা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের মতো গণঅনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী সংসদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো এ গণঅনশন কর্মসূচি পালন করছেন তারা।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া প্রতিষ্ঠান বিআরডিবির ১৫ প্রকল্প কর্মসূচিতে কর্মরত প্রায় ৮ হাজার জনবল দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে তারা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে ২০ থেকে ২৮ বছর ধরে চাকরি করেও স্থায়ী হচ্ছেন না।

তারা আরও বলেন, আমাদের তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছি। দাবিগুলো হলো- চাকরি স্থায়ীকরণের পূর্ব পর্যন্ত সবার শতভাগ বেতন নিশ্চিত করা। প্রকল্প কর্মসূচি দিয়ে কর্মরত সব জনবলের চাকরি স্থায়ীকরণ করা এবং বিআরডিবিকে বঙ্গবন্ধু পলস্নী উন্নয়ন অধিদফতরে রূপান্তর করা।

এ সময় গণঅনশন কর্মসূচিতে বিআরডিবি কর্মচারী সংসদের সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি আজগার মোলস্না, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য সচিব একেএম রফিকুল ইসলামসহ বিআরডিবি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75561 and publish = 1 order by id desc limit 3' at line 1