শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক আইন বাস্তবসম্মত হয়নি: মির্জা ফখরুল

নতুনধারা
  ২১ নভেম্বর ২০১৯, ০০:০০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সড়ক পরিবহণ নিয়ে সরকার সম্প্রতি যে আইনটি করেছে তা বাস্তবসম্মত নয়। সে কারণেই পরিবহণ সেক্টরে ধর্মঘটসহ নানা নৈরাজ্য চলছে। পরিবহণ সেক্টরে কঠোর আইন ও তার প্রয়োগ থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, এই সেক্টরে বরাবরই একটি কোটারি সরকারগুলোকে জিম্মি করে থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত আইন প্রণয়ন করার দাবি জানান মির্জা ফখরুল। তিনি দাবি করেন, সরকার জাতীয় ইসু্যগুলোতে কারো সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ না করে বরং নিজেদেরকে সর্বেসর্বা রাজা বলে জ্ঞান করেন।

বুধবার ঠাকুরগাঁওয়ের তাতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদল সভাপতি মহিবুলস্ন্যা চৌধুরী আবু নুর উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বেছে বেছে নিকৃষ্ট ছাত্র ও উৎকৃষ্ট দলীয় কর্মীদের ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে। আর সে কারণেই আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে উঠতে শুরু করেছে। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, যার জন্য ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকে অপসারণ করা হয়েছে, অথচ একই অভিযোগে অভিযুক্ত ভিসি বহাল তবিয়তে বসে আছে, কারণ লোকে বলে তার সঙ্গে রাজকীয় মানুষদের সম্পর্ক রয়েছে। ফ্যাসিবাদী শক্তি যখন ক্ষমতায় থাকে তখন গণতান্ত্রিক শক্তির সঙ্গে তার লড়াইটা অনেক কঠিন হয়ে পড়ে। এটা বিজ্ঞান। তবে আস্তে আস্তে প্রতিরোধ গড়ে উঠছে এবং গণঅভু্যত্থানের মধ্য দিয়েই এ সরকারকে বিদায় নিতে হবে বলে তার বিশ্বাস।

তিনি বলেন, বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে ক্ষমতায় টিকে থাকাটাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আর এটা করতে গিয়ে যত নীতি নৈতিকতা বহির্ভূত কাজগুলো তারা করে থাকেন। ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলোর নিজস্ব একটা বাহিনী হিসেবে। অথচ অতীতে ৫২'র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভু্যত্থান, '৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে ছিল মূল নেতৃত্বের ভূমিকা। তাই আজ ছাত্রদেরও এই বিষয়টি মাথায় রেখে এগিয়ে আসতে হবে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সরকার খালেদকে প্রাপ্য মুক্তি থেকে বঞ্চিত করে নিজেদেরই ক্ষতি করছে। এই ব্যর্থ রাষ্ট্রে যখন জাতীয় সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে তখন গণতন্ত্রমনা জনসাধারণের প্রতিনিধি হিসেবে খালেদা জিয়া এটা কাটিয়ে উঠতে ভূমিকা রাখতে পারতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76435 and publish = 1 order by id desc limit 3' at line 1