বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
মানসিক বিকাশ ব্যাহত

কারাগারে মায়ের সঙ্গে বন্দি ৩৫১ শিশু

মনোরোগ অধ্যাপক ডা. সুলতানা বলেন, 'স্বাভাবিকভাবেই তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া তারা শৈশবের অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে
নতুনধারা
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক

বিভিন্ন অভিযোগে দেশের কারাগারগুলোতে বন্দি আছেন অনেক নারী। তাদের অনেকের সঙ্গেই আছে শিশু সন্তান। কারা বিধান অনুযায়ী, ছয় বছরের কম বয়সি শিশুদের মায়ের সঙ্গে কারাগারে অবস্থানের সুযোগ আছে। সে সুবাদে বন্দি মায়ের সঙ্গে অনেক শিশুর শৈশবও কাটছে কারাগারের চার দেয়ালের মধ্যে। এতে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হওয়া ছাড়াও বৈরী পরিবেশের স্মৃতি নিয়ে তারা কারাগার থেকে বের হচ্ছে বলেও মনে করেন শিশু ও মনোরোগ বিশেষজ্ঞরা।

কারা অধিদপ্তর সূত্র জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী (২৩ জানুয়ারি, ২০২০) বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ছয় বছরের কম বয়সি ৩৫১ শিশু রয়েছে। এসব শিশুর মধ্যে ১৭২ জন ছেলে ও ১৭৯ জন মেয়ে শিশু রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন বিভাগের কারাগারগুলোর ৩৫১ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ১০৩, চট্টগ্রাম বিভাগে ১২৩, সিলেট বিভাগে ২৩, রাজশাহী বিভাগে ৪১, রংপুর বিভাগে ১৭, খুলনা বিভাগে ২৬, বরিশাল বিভাগে ৬ এবং ময়মনসিংহ বিভাগে ১২ শিশু তাদের মায়েদের সঙ্গে অবস্থান করছে।

সংশ্লিষ্টরা জানান, ছয় বছরের কম বয়সি শিশুরা সাধারণত মায়েদের সঙ্গেই কারাগারে অবস্থান করে। মায়ের সঙ্গে কারাগারে যাওয়ার পরপরই সংশ্লিষ্ট শিশুর নাম ও বয়স রেজিস্ট্রারে নথিভুক্ত করা হয়। শিশু তার মায়ের সঙ্গেই নির্ধারিত সেলে থাকে। প্রয়োজন হলে কারাগারের ডে-কেয়ার সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়। শিশুদের দায়িত্বে থাকেন একজন নারী ডেপুটি জেলার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের খাবার-দাবার ও প্রয়োজনীয় পথ্যও দেওয়া হয়। ডে-কেয়ারে শিশুদের খেলাধুলার সামগ্রীও সরবরাহ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

শিশুদের কারাগারে রাখার বিষয়ে কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্স (সদর দপ্তর) টিপু সুলতান জানান, যেসব মা তাদের সন্তানদের নিজেদের কাছে রাখতে চান, শুধু তাদের ক্ষেত্রে শিশুর বয়স ছয় বছরের নিচে হলে সঙ্গে রাখার বিধান রয়েছে। এক্ষেত্রে তাদের সুন্দর পরিবেশে রাখা ও খেলাধুলার ব্যবস্থা করে থাকে কারা কর্তৃপক্ষ।

তিনি বলেন, 'ছয় বছর পার হয়ে গেলে সেই শিশুকে বাইরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সেক্ষেত্রে যদি বাইরে কোনো স্বজন না থাকে, তাহলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী পদক্ষেপ তারা নিয়ে থাকেন। এছাড়া ছয় বছরের বেশি ও ১৮ বছরের কম বয়সি শিশু-কিশোরদের কারাগারে রাখা হয় না। এই বয়সি শিশু-কিশোরদের কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়।'

বন্দি মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের প্রসঙ্গে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন বলেন, 'এমনিতেই তো কারাগারের পরিবেশ শিশুদের অনুকূলে নয়। ওই পরিবেশ তাদের মনে দাগ কেটে ফেলে। ফলে কম আর বেশি হোক, সেখানকার আচার-আচরণ শিখে ফেলে তারা।'

এসব শিশুর মানসিক বিকাশ সম্পর্কে তিনি আরও বলেন, 'স্বাভাবিকভাবেই তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া তারা শৈশবের অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে। পরে এই শিশুরা যখন কারাগারের বাইরে আসে, তখন তারা তেমন আচরণই করে। তাছাড়া মা সম্পর্কেও শিশুর একটি নেতিবাচক ধারণা জন্মাতে পারে। মা যে একজন বন্দি, সেটা যেন তারা আঁচ করতে না পারে, কারাগারগুলোতে তেমনই ব্যবস্থা করা উচিত।' বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86558 and publish = 1 order by id desc limit 3' at line 1