বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইথিওপিয়া থেকে আসা গঁাজার চালান আটক

যাযাদি রিপোটর্
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে বিমানে আসা কয়েকটি কাটর্ন খুলে ১৬০ কেজি গঁাজা জাতীয় মাদক পেয়েছে শুল্ক ও গোয়েন্দারা।

ইথিওপিয়ান গঁাজা নামে পরিচিত এই মাদককে এনপিএস (নিউ সাইকোঅ্যাকটিভ সাবসটেন্স) হিসেবে চিহ্নিত করছে জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা।

ডাকযোগে বাংলাদেশে আসা মাদকের এই চালানটি ঢাকার শাহজালাল বিমানবন্দর কাগোর্ হাউসে তিন দিন পযের্বক্ষণের পর শনিবার সকালে খোলা হয়।

কাস্টমস হাউসের উপকমিশনার ওথেলা চৌধুরী বলেন, গত ৬ সেপ্টেম্বর ভারত থেকে আসা জেট এয়ারওয়েজ ফ্লাইটে আসা ৯টি কাটর্ন সন্দেহজনক হওয়ায় তা আটক করা হয়।

তিন দিনেও কাটর্নগুলো নিতে কেউ না আসায় শনিবার জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে কাটর্নগুলো খোলা হয়।

ঢাকার তুরাগ থানার বাদলদী এলাকার ২ নম্বর রোডের এশা এন্টারপ্রাইজের ঠিকানায় এই কাটর্নগুলো ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মুহম্মদ ইউসুফের মাধ্যমে এসেছে বলে ওথেলা জানান।

তিনি বলেন, ‘নতুন ধরনের এই মাদক পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়ে থাকে। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে, যা ইয়াবার মতো।’

মাদক হিসেবে ইয়াবার ব্যাপক প্রসার ঘটার পর তা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে নতুন ধরনের এই মাদকের চালান এলো।

গত ৩১ আগস্ট একই ধরনের আরেকটি নতুন ধরনের ৪৬০ কেজি মাদকের চালান আটক করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11457 and publish = 1 order by id desc limit 3' at line 1