বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী নমনীয় হয়ে সমাধান দিন: অলি

যাযাদি রিপোটর্
  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
এলডিপির কেন্দ্রীয় কাযার্লয়ে শনিবার এক অনুষ্ঠানে বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পাটির্র (এলডিপি) সভাপতি কনের্ল (অব.) অলি আহমদ -যাযাদি

লিবারেল ডেমোক্রেটিক পাটির্র (এলডিপি) সভাপতি কনের্ল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যার জন্য সমস্যাগুলো মোটেই কঠিন নয়। প্রয়োজনে তাকে আরও নমনীয় হতে হবে, সমাধান দিতে হবে। সবকিছুর ঊধ্বের্ উঠতে হবে, জাতিকে মুক্ত করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। অন্যথায় যা হওয়ার তাই হবে, রক্তপাত এড়ানো সম্ভব নাও হতে পারে!

শনিবার দুপুরে এলডিপির কেন্দ্রীয় কাযার্লয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকমীর্র এলডিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কনের্ল অলি বলেন, আজ আমরা একটা কঠিন সময় পার করছি। সবার মনে একটি প্রশ্ন নিবার্চন ঘিরে দেশে কী হতে যাচ্ছে? দেশে কি শান্তি ফিরে আসবে? মানুষ কি শান্তিতে ও নিবিের্ঘœ বসবাস করতে পারবে? উন্নয়নমূলক কমর্কাÐ কি অব্যাহত থাকবে? সুশাসন ও ন্যায়বিচার কি প্রতিষ্ঠিত হবে? জনগণ কি ভোট দিতে পারবে? আমি মনে করি সরকারি দল ও বিরোধীদলসমূহ আলাপ-আলোচনার মাধ্যমে জনগণকে আশার আলো দেখাতে পারে।

সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নিবার্চন অনুষ্ঠানের উদ্যোগ প্রধানমন্ত্রীকে নিতে হবে উল্লেখ করে কনের্ল অলি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের অবহেলা করা ঠিক হবে না। জাতীয়তাবাদী শক্তির উত্থান ঠেকানো সম্ভব হবে না। সরকারকে আরও নমনীয় হতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। বিএনপিকেও অধিকতর কৌশলী এবং বাস্তববাদী হতে হবে জানিয়ে অলি বলেন, জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নিয়ে এগোলে কোনো ফলাফল আসবে না। বিএনপি একটি শক্তিশালী দল। বিএনপিকে পুনগর্ঠন করে এদেশে যেকোনো কাজ করা সম্ভব। সেই বিশ্বাস নিয়ে নেতাদের মাঠে নামতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, আব্দুল গনি, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, চঁাপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদ্য এলডিপিতে যোগদান করা শফিকুল ইসলাম স্বাধীন, চঁাপাইনবাবগঞ্জ জেলা জাপা নেতা (যিনি এ অনুষ্ঠানে এলডিপিতে যোগ দেন) ইদ্রিস আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11468 and publish = 1 order by id desc limit 3' at line 1