শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দÐনীয় অপরাধ: আইনমন্ত্রী

যাযাদি রিপোটর্
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়াদীর্ ইনডোর স্টেডিয়ামে শনিবার ডাচ্-বাংলা ব্যাংকের উচ্চমাধ্যমিক পযাের্য় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন আইনমন্ত্রী আনিসুল হক -যাযাদি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৮ বছরের আগে বিয়ে দিয়ে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেয়া বা করা আইনত দÐনীয় অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়াদীর্ ইনডোর স্টেডিয়ামে ডাচ্-বাংলা ব্যাংকের উচ্চমাধ্যমিক পযাের্য় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আইনমন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই সরকার ভিশন-২০২১ এবং ভিশন ২০৪১কে সামনে রেখে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে। এ জন্য সরকার বছরের প্রথম দিনেই বিনামূল্যে শিক্ষাথীের্দর হাতে পাঠ্যপুস্তক, উপবৃত্তি প্রদান, শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ, কোচিং-বাণিজ্য বন্ধে নীতিমালা, কারিগরি শিক্ষার প্রসার ও মাদরাসা শিক্ষা আধুনিকায়নসহ নানা কমর্যজ্ঞ চালিয়ে যাচ্ছে। ফলে শিক্ষা ক্ষেত্রে সাফল্যের ধারা হয়েছে অবারিত।

আইনমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বতর্মান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত¡াবধানে সরকারি, বেসরকারি ব্যাংক ও আথির্ক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে প্রান্তিক পযাের্য় আধুনিক ব্যাংকিং সেবা দিচ্ছে। মোবাইল ব্যাংকিং হচ্ছে এর একটি উৎকৃষ্ট উদাহরণ। মূলত মোবাইল ব্যাংকিং কাযর্ক্রম সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি চমৎকার সুযোগ। স্কুল-কলেজের শিক্ষাথীের্দর বেতন ও ফি প্রদান, গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধ, টাকা জমা ও উত্তোলন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংক দেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। সত্যিকার অথের্ আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি সমাজ উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংকের ভ‚মিকা প্রশংসনীয়।

তিনি বলেন, আজকের শিক্ষাথীর্রাই আগামী দিন দেশ পরিচালনা করবে। তারা অথৈর্নতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তাই এ তরুণ সমাজের মেধা বিকাশে সঠিক যতœ ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় কতর্ব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12773 and publish = 1 order by id desc limit 3' at line 1