শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিবার্চন ঘিরে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিতে পারে

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

আসন্ন জাতীয় একাদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে অশুভ সাম্প্রদায়িক শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সম্প্রীতি বাংলাদেশের আহŸায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়।

শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ২০০১ সালের নিবার্চন-পরবতীর্ সময়ের কথা আমরা ভুলিনি। ২০১৩-১৪ সালের স্মৃতিও আমাদের জন্য সুখকর নয়। নিবার্চন সামনে রেখে কোনো অপশক্তি যেন নতুন করে অঘটন ঘটাতে না পারে সেদিকে আমাদের তীক্ষè দৃষ্টি রাখতে হবে। ধমর্-বণর্-লিঙ্গ পরিচয়ে কেউ যেন নিগ্রহের শিকার না হয় সে ব্যাপারেও সতকর্ থাকতে হবে।

রোববার এমএম আলী সড়কের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।

তিনি জানান, গত ৭ জুলাই ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ। বাঙালির অসাম্প্রদায়িক আদশর্ নিয়ে সবার কাছে যেতে চাই আমরা। তরুণদের মধ্যে এই সংগঠন সাড়া জাগাতে পেরেছে। প্রবাসী বাঙালিদের সাড়াও পাচ্ছি আমরা।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা শুধু নয়, অতীতের অনেক বড় বড় আন্দোলন-সংগ্রামের সূতিকাগার বীর চট্টলা যে অসাম্প্রদায়িক চেতনার এক পবিত্র ভ‚মি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নানা ধমর্-বণের্র মানুষের সহাবস্থান এই মাটিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক রাশেদ রউফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের সম্পাদক গৌরাঙ্গ দে, সংস্কৃতি সংগঠক অনুপ সাহা, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20805 and publish = 1 order by id desc limit 3' at line 1