শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রাণ গেল

ট্রেনের ধাক্কায়

যাযাদি ডেস্ক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুঘর্টনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলস্টেশনের রেললাইনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি গুরুতর আহত হন। মুমূষুর্ অবস্থায় ওই ব্যক্তিকে রেলওয়ে থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরনে কালো রঙের গেঞ্জি ও প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মগের্ রাখা হয়েছে।

নকলের দায়ে

বহিষ্কার ২

যাযাদি ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে জেএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই শিক্ষাথীের্ক বহিষ্কার করা হয়েছে।

শনিবার অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজ কেন্দ্র থেকে ওই দুই শিক্ষাথীের্ক বহিষ্কার করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) ও নিবার্হী হাকিম ঝোটন চন্দ।

বহিষ্কৃত দুই ছাত্রের একজন অজুর্না মোহসিন বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষাথীর্ এবং আরেকজন মনিরুজ্জামান খান বিএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাথীর্। ইউএনও জানান, জেএসসি ভোকেশনালের ইংরেজি পরীক্ষা চলাকালে ওই দুই শিক্ষাথীর্ অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

চোরাই কাঠসহ

দুজন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

গাজীপুরে চোরাই কাঠসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর মাস্টারবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান।

এরা হলেন- ময়মনসিংহের সোহাগ মিয়া (৩৩) এবং নারায়ণগঞ্জের রাজবীর মিয়া (১৮)। র‌্যাব কমর্কতার্ মামুন বলেন, মাস্টারবাড়ি এলাকা দিয়ে চোরাই কাঠ একটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করে র‌্যাব।

পরে ৩৫০ সিএফটি অবৈধ কাঠসহ ট্রাকটি জব্দ করা হয়। আটকরা দীঘির্দন ধরে চোরাইপথে অবৈধ কাঠ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। কাঠসহ তাদের বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

১৪ লাখ রুপিসহ

ব্যবসায়ী আটক

যাযাদি ডেস্ক

লালমনিরহাটে ১৪ লাখ ভারতীয় রুপিসহ আবু সালেহ (৪২) নামে এক ব্যবসায়ীকে শুক্রবার দিনগত রাতে আটক করেছে সদর থানা পুলিশ।

আটক আবু সালেহ ঢাকার ফামের্গট তেঁজকুনিপাড়া (১৬৩/৬) এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরি পোশাকের ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় আটক করে তল্লাশি চালায় সদর থানা পুলিশ। এ সময় আবু সালেহর শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ট্রেনে কাটা

পড়ে মৃত্যু

যাযাদি ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার মিরের বাজার এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফঁাড়ির ইনচাজর্ মো. শাহ আলম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুবাইল থানার মিরেরবাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে নীল রঙের ফুল শাটর্ ও কালো রঙের হাফ প্যান্ট রয়েছে। নিহত ওই যুবকের মাথা থেঁতলে গেছে এবং এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ব্রহ্মপুত্রে ডুবে

বৃদ্ধের মৃত্যু

যাযাদি ডেস্ক

ময়মনসিংহের গফরগঁাওয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে বৃদ্ধ মুকবুল হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার পর ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে এ দুঘর্টনা ঘটে।

এলাকাবাসী জানায়, বেলা ১১টার পর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মুকবুল হোসেন ব্রহ্মপুত্রে গোসল করতে যান। পানিতে ডুব দেয়ার পর মুকবুল হোসেন ভেসে না ওঠায় পাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও না পেয়ে ফায়ার সাভিের্স খবর দেন। ফায়ার সাভিের্সর কমীর্রা দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20807 and publish = 1 order by id desc limit 3' at line 1