বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকায় নবান্ন উৎসব শুরু কাল

যাযাদি রিপোটর্
  ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

ঢাকায় উদযাপিত হবে দুই দিনব্যাপী নবান্ন উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় বৃহস্পতিবার এ উৎসব শুরু হবে। শেষ হবে শুক্রবার।

মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নবান্নোৎসব উদযাপন পষের্দর আহŸায়ক শাহরিয়ার সালাম।

শাহরিয়ার সালাম বলেন, ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ѯেøাগানকে নিয়ে প্রতিবছরের মতো এবারও উদযাপিত হবে নবান্ন উৎসব। বৃহস্পতিবার সকাল ৭টা ১ মিনিটে উৎসবের সূচনা হবে বঁাশির সুরে। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার। উৎসবে যথারীতি নৃত্য, সংগীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসংগীত পরিবেশিত হবে। আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা।

নবান্ন শোভাযাত্রাটি ঢাবির চারুকলার বকুলতলা থেকে বের হয়ে টিএসসি চত্বর হয়ে বকুলতলায় ফিরে যাবে। এ বছরের উৎসবটি উৎসগর্ করা হবে সদ্যপ্রয়াত বিশিষ্ট সাংবাদিক, কবি, কলামিস্ট শুভ রহমানের প্রতি।

তিনি আরও বলেন, দুই দিনের উৎসবে ৬৮টি সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ১২০০ শিল্পী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। এদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ শিশু একাডেমি, স্টেট ইউনিভাসিির্ট অব বাংলাদেশ, টাঙ্গাইলের মহাদেব সংযাত্রার দল, নড়াইলের পটগানের দল উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22359 and publish = 1 order by id desc limit 3' at line 1