শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চিকিৎসার বাইরে ২৮ লাখ ডায়াবেটিস রোগী

যাযাদি রিপোটর্
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

নীরব ঘাতক ব্যাধি হিসেবে দেশে আবিভূর্ত হচ্ছে ডায়াবেটিস। দেহে বহু ব্যাধির আহŸায়ক এই ডায়াবেটিসে বতর্মানে দেশের ৭৩ লাখ লোক আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৪৫ লাখ রোগীকে ডায়াবেটিস সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। বাকি ২৮ লাখ ডায়াবেটিস রোগী চিকিৎসাসেবার আওতায় আসেননি। ডায়াবেটিস হয়েছে এমন শতকরা ৫০ ভাগ লোক জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এমনই এক পরিস্থিতিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সচেতনতামূলক পোস্টার লিফলেট-বিতরণ ছাড়াও বুধবার সকাল সাড়ে ৮টায় শাহবাগে পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রায় সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কমর্কতার্-কমর্চারী ছাড়াও সবর্স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পযর্ন্ত সমিতি, বারডেম, এনএইচএন ও এসসিডিপির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে, রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূণর্ এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস নিণর্য় করা হয়।

সকাল সাড়ে ১০টায় বারডেম মিলনায়তনে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আলোচনা প্রশ্নোত্তর পবর্ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় বারডেম মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল অধ্যাপক এ আর খান।

সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন, বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. জাফর আহমেদ লতিফ। এতে অ্যাসোসিয়েশনের জাতীয় পরিষদের সদস্য ও প্রতিষ্ঠানের কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে রেডিও টিভির মাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়া হয়। এ ছাড়া সমিতির নিজস্ব প্রকাশনা কান্তি ও ডায়াবেটিস নিউজলেটার বিশেষ সংখ্যা ও কয়েকটি সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

সারাদেশে অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো উপলক্ষে সকালে পদযাত্রা বিভিন্ন কমর্সূচি গ্রহণ করে। সমিতির বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিআইএইচএস ইব্রাহিম মেডিকেল কলেজও দিবসটি উপলক্ষে বিশেষ কমর্সূচি গ্রহণ করে।

এ ছাড়া এবার সারাদেশের ৮০০টি স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার এক বিশেষ কমর্সূচি নেয়া হয়। এ কমর্সূচি ৩০ নভেম্বর পযর্ন্ত চলবে।

কমর্সূচির আয়োজকরা বলেন, এ কারণে দেশের সব শ্রেণির মানুষকে এ রোগটি সম্পকের্ সচেতন করে তোলা প্রয়োজন। সবারই উচিত সময় সময় রক্তের গøুকোজ পরীক্ষা করে দেখা যে, তার ডায়াবেটিস আছে কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22539 and publish = 1 order by id desc limit 3' at line 1