মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ফ্ল্যাট থেকে

মরদেহ উদ্ধার

যাযাদি রিপোটর্

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোর একটি ফ্ল্যাট বাসার ছয়তলা থেকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আবদুল্লাহ আল মাহমুদ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সবুজবাগ থানার এসআই শ্রীনিবাস জানান, কঁাচি দিয়ে বুকে আঘাত করে কেউ তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। আদম ব্যবসার টাকা-পয়সার লেন-দন সংক্রান্ত বিরোধিতার জের ধরে আবদুল্লাহ খুন হতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মগের্ পাঠানো হয়েছে।

অস্ত্র-ইয়াবাসহ

সন্ত্রাসী গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে টেকনাফের ইয়াবা বিক্রেতা মো. সাব্বির ওরফে বামার্ সাব্বিরকে (৩০) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সাব্বির কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লানপাড়া এলাকার মো. ছিদ্দিকের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, বামার্ সাব্বির একজন আন্তজাির্তক ইয়াবা ব্যবসায়ী। সে শীষর্ ইয়াবা বিক্রেতা সাইফুল করিমের পাটর্নার। মিয়ানমার সরাসরি ইয়াবা এনে জাহাঙ্গীর নামে একজনের মাধ্যমে ভারতেও পাঠায় সাব্বির। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ইয়াবাসহ

আটক ২

যাযাদি ডেস্ক

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র‌্যাবের ক্যাম্পের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ২৯ হাজার পিস ইয়াবাসহ আল আমিন ও মাহমুদুর রহমান মুন্না নামের দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাব-৭। তাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, আটক দুইজন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের র‌্যাব ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

বাসচাপায় রিকশা

চালক নিহত

যাযাদি ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের তল্লা এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে বাসচাপায় মোজাম্মেল হক (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মোজাম্মেল হক তল্লা এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার এএসআই সুদশর্ন রাজবংশী জানান, একটি রিকশা লিংক রোডের উল্টোপথে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সাইনবোডর্গামী একটি বাসের সঙ্গে রিকশাটির মুখোমুখি সংঘষর্ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মোজাম্মেল হক মারা যান। ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে ভাঙচুর করে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।

নাশকতার পরিকল্পনায়

জামায়াত নেতা আটক

যাযাদি ডেস্ক

রাজশাহীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার ভোরে উপজেলার জামিরা গ্রামের বাড়ি থেকে জেলা জামায়াতের আমির মকবুল হোসেনকে আটক করেছে পুলিশ। মকবুল জেলা (পূবর্) জামায়াতের আমির।

রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, নিবার্চনক ঘিরে নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পযর্ন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও ৩১ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন এ পুলিশ কমর্কতার্।

হাসপাতালে নারীর

গলা কাটা মরদেহ

যাযাদি ডেস্ক

নাটোরে শহরের চকরামপুর এলাকার বেসরকারি জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ওই হাসপাতালের নারী ব্যবস্থাপক মিতা খাতুনের (২৫) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিতা জেলার নলডাঙ্গা উপজেলার লাল মোহাম্মদের মেয়ে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৬টার দিকে হাসপাতালের মূল গেটের তালা খুলে দিয়ে মিতা তার রুমে চলে যান। এরপর সকাল ১০টার দিকে রোগীর স্বজনরা ওই নারীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতাল কতৃর্পক্ষ পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়। কী কারণে মিতাকে এভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27120 and publish = 1 order by id desc limit 3' at line 1