শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়েই নতুন মন্ত্রিসভা: তোফায়েল

যাযাদি রিপোটর্
  ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০
সোমবার বিদায়ী সংবধর্না অনুষ্ঠানে তোফায়েল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ Ñযাযাদি

যোগ্য, সৎ ও আদশর্বান ব্যক্তিদের নিয়েই নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষিতদের জায়গা দিয়েছেন।’

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবধর্না অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার পছন্দমতো যোগ্যদের মন্ত্রিপরিষদে নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালোভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন।’

নতুন মন্ত্রিসভায় দায়িত্ব না পাওয়া তোফায়েল আহমেদ বলেন, ‘আমি ’৭২ সালে ২৮ বছর বয়সে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব পদে প্রথম প্রতিমন্ত্রী হিসেবে কাজ শুরু করি। এরপর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে বিশেষ সহকারী ছিলাম। এরপর দীঘর্ ২১ বছর সচিবালয়ে ঢুকিনি। ১৯৭৫ সালে ১১ জুলাই শেষ সচিবালয়ে ঢুকি। এরপর ১৯৯৬ সালে ২৪ জুন শিল্প ও বাণিজ্যমন্ত্রী ছিলাম। তার আগে নিবার্চনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন মন্ত্রী ছিলাম।’

প্রবীণ এই রাজনীতিক আরও বলেন, ‘আমরা যারা পুরনো- নতুনদের তো জায়গা দিতে হবে, একসময় তো যেতে হবে। তবে আমি খুশি বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। আমি এমপি আছি, থাকব। এমপি থেকেই কাজ করে যাব। আমরা সবাই একটি পরিবারের মতো কাজ করেছি।’

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেন, ‘তোফায়েল আহমেদ জীবন্ত কিংবদন্তি নেতা। নেতা হিসেবে তার বড় সাফল্য বাংলাদেশের স্বাধীনতা। তিনি গত ৫ বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার এ চলে যাওয়াটা চলে যাওয়া না। তার ভালোবাসা আমরা সবসময় পাব।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা সোমবার বিকেলে শপথ নিয়েছে। এবারের মন্ত্রিসভায় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরীর মতো প্রবীণ আওয়ামী লীগ নেতাদের জায়গা হয়নি। সেই সঙ্গে মন্ত্রিসভায় ঠঁাই হয়নি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জুর মতো শরিক দলের সিনিয়র রাজনীতিকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31126 and publish = 1 order by id desc limit 3' at line 1