শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিবন্ধন পাচ্ছে ববি হাজ্জাজের এনডিএম

যাযাদি রিপোটর্
  ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

অবশেষে নিবন্ধন সনদ পাচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে আরও একটি দল। বতর্মানে নিবার্চন কমিশনে (ইসি) নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি। আপিল বিভাগে রায়ের ভিত্তিতে দলটিকে নিবন্ধন দেয়া হলে নিবার্চনে নিজের প্রতীক নিয়ে অংশগ্রহণে যোগ্য দলের সংখ্যা দঁাড়াবে ৪০টি।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নিবন্ধনের জন্য আবেদন করলে শতর্ পূরণ করতে না পারার কারণ দেখিয়ে আবেদন বাতিল করে ইসি। পরে তিনি হাইকোটের্ রিট আবেদন করেন। ২০১৮ সালের ৮ জুলাই হাইকোটর্ রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন দেয়ার নিদের্শ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। প্রধান নিবার্চন কমিশনার (সিইসি), নিবার্চন সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এরপর গত ২১ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোটর্ বেঞ্চ এ সংক্রান্ত রুলের শুনানি শেষে রায়ের সাটির্ফায়েড কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নিবার্চন কমিশনকে নিদের্শ দেন।

এর বিরুদ্ধে নিবার্চন কমিশনের করা আপিল গতকাল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনডিএমকে নিবন্ধন দিতে হাইকোটর্ বেঞ্চের দেয়া রায় বহাল থাকল।

আদালতে এনডিএমের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেনে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা।

ববি হাজ্জাজ বলেন, এ রায় ঐতিহাসিক। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।

ববি হাজ্জাজ আলোচনায় আসেন ২০১৪ সালের আসনে ৫ জানুয়ারির নিবার্চনের আগে জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদে রাজনৈতিক উপদেষ্টা হয়ে। ২০১৫ সালের ৩০ এপ্রিলের ঢাকা সিটি নিবার্চনে অংশ নিলে তাকে বহিষ্কার করেন এরশাদ। যদিও সেই নিবার্চন থেকে পরে তিনি সরে দঁাড়ান।

পরবতীের্ত এনডিএম নামে নতুন দল গঠন করে জাতীয় সংসদ নিবার্চনের প্রস্তুতি নিতে থাকেন। এর মাঝে ঢাকা উত্তর সিটি নিবার্চনে মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে উপ-নিবার্চনে তার দল থেকে ব্যান্ড তারকা শাফিন আহমেদকে মনোনয়ন দেন। নিবার্চনটি হাইকোটের্র নিদেের্শ এখনো স্থগিত রয়েছে।

গত সংসদ নিবার্চনেও এনডিএম নিবন্ধিত দল বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে জোট করে হারিকেন প্রতীকে ভোট করেন। ববি হাজ্জাজ নিজে প্রতিদ্বন্ধিতা করেন ঢাকা-৬ আসনে। তিনি এতে ৭৫০ ভোট পেয়েছিলেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হলেও তিনি ভোটের দিন দুপুরেই ব্যাপক কারচুপির অভিযোগ এনে নিবার্চন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনও করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31130 and publish = 1 order by id desc limit 3' at line 1