বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে আত্মীয়দের দেখা করতে দিচ্ছে না : রিজভী

যাযাদি রিপোটর্
  ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Ñযাযাদি

দুনীির্ত মামলার সাজায় কারাগারে থাকা খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়স্বজনদের দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত তিন সপ্তাহে আত্মীয়রা কেউ খালেদা জিয়া সঙ্গে দেখা করার অনুমতি পাননি কারা কতৃর্পক্ষের কাছ থেকে।

‘আমাদের চেয়ারপারসনের একান্ত সচিব, আত্মীয়স্বজন এবং দলের সিনিয়র নেতাদের সাক্ষাতের জন্য বার বার আবেদন করার পরও কারা কতৃর্পক্ষ কোনো কণর্পাত করছে না। কারাবিধি অনুযায়ী, সাতদিন পরপর বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে। অথচ দেশনেত্রীর ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পর পর। এখন সেই বিধানকেও সরকারের নিদেের্শ কারা কতৃর্পক্ষ অগ্রাহ্য করছে।’

রিজভী অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দিদের আইনসম্মত অধিকার থেকেও ‘বঞ্চিত করা হচ্ছে’।

‘এই নিষ্ঠুর আচরণ কীসের ইঙ্গিতবাহী? বিশাল লাল দেয়ালের মধ্যে রুদ্ধকপাট মুক্তিহীন বেগম জিয়াকে অন্তরীণ রেখে বাইরের দুনিয়া থেকে সম্পূণর্ বিচ্ছিন্ন করার পঁায়তারা চলছে।’

অবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে নিকটাত্মীয়দের সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, ‘নিকটাত্মীয়দের দেখা করতে না দেয়াটা রীতিমতো কঠিন মানসিক নিযার্তন। এ নিয়ে শুধু তার আত্মীয়স্বজনরাই নয়, দেশবাসী উদ্বেগাকুল ও উৎকণ্ঠিত।’

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের ফলাফল নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা রিজভী বলেন, ‘৩০ ডিসেম্বরের নিবার্চন জনগণের ললাটে এক বিষাক্ত কঁাটা। অথচ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এবারের নিবার্চনের শৃঙ্খলা আগামীবারেও থাকবে। সাবাস এইচটি ইমাম সাহেব। আপনি আত্মমযার্দাহীন, অনুশোচনাহীন, আজ্ঞাবাহী একজন মানুষ, আগামী নিবার্চন নিয়ে এ ধরনের অঙ্গীকার করা ছাড়া আর কি-ই বা বলার থাকতে পারে আপনার।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বিবেক বিক্রি করা এইচটি ইমাম সাহেবরা মানুষের ভোট কেড়ে নিতে কত দ্বিধাহীন, কত নিলর্জ্জ।

ভোগ-লালসায় অস্থির থাকায় তাদের কাছে মানবিক বিবেচনাগুলো হারিয়ে গেছে। তারা ক্ষমতা ধরে রাখতে পুলিশের বুটেরতলায় মানুষের ভোটাধিকার চেপে দেয়ার যে কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটারই পুনরাবৃত্তি করার অঙ্গীকার করলেন আগামী নিবার্চনের জন্য।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, অধ্যাপিকা সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31133 and publish = 1 order by id desc limit 3' at line 1