মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিশ্বাসের মযার্দা দিতে চান নৌপ্রতিমন্ত্রী

যাযাদি রিপোটর্
  ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যে বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রী নৌ-মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সবাইকে সঙ্গে নিয়ে এর প্রতিদান দিতে চান নতুন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার প্রথম সচিবালয়ে অফিস করতে এলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কমর্কাÐ সম্পকের্ অবহিত হয়ে সবার সঙ্গে পরিচিত হন খালিদ মাহমুদ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নিবাির্চত খালিদ মাহমুদ এবারই প্রথম শেখ হাসিনার সরকারে ঠঁাই পেয়েছেন।

মন্ত্রণালয়ের কমর্কাÐ সম্পকের্ অবহিত হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভ‚-রাজনীতিতে বন্দরগুলোর ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূণর্। কাজেই নৌ-মন্ত্রণালয় বাংলাদেশের সাবির্ক অথৈর্নতিক উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূণর্।

বাংলাদেশকে প্রধানমন্ত্রী যে উচ্চতায় ও যে সম্মানের জায়গায় নিয়ে গেছেন, এই সম্মান ধরে রাখার ক্ষেত্রে এই মন্ত্রণালয়কে গুরুত্বপূণর্ ভ‚মিকা পালন করতে হবে এবং করবে বলে আমি বিশ্বাস করি।’

খালিদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, আমি সেই বিশ্বাসের মযার্দা দিতে চাই।

এই মযার্দা দেয়ার ক্ষেত্রে আপনাদের সাবির্ক সহযোগিতা প্রয়োজন।’

গত নিবার্চনে বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় ঐতিহাসিক বিজয় এসেছে বলে মত দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ।

শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব দেশে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য যে, আমরা এ ধরনের একটি নেতৃত্ব পেয়েছি, আমাদের ঘুরে দঁাড়ানোর এটাই সময়। গত ১০ বছরে নৌ-মন্ত্রণালয়সহ বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে, আমাদের এটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য আমাদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নেয়ার জন্য গত ১০ বছর দায়িত্ব পালনকারী নৌমন্ত্রী শাজাহান খানকেও ধন্যবাদ জানান খালিদ মাহমুদ।

মন্ত্রণালয় নিয়ে পরিকল্পনা জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত পরিকল্পনার বিষয় নেই, এখানে আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন, মন্ত্রিপরিষদ যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে।

আওয়ামী লীগের নিবার্চনী ইশতেহারে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, আমরা কী করতে চাই। সেগুলো বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।’

আরেক প্রশ্নে খালিদ বলেন, ‘নতুনদের পারফরম্যান্স দেখবেন বলে প্রধানমন্ত্রী সঠিক কথাই বলেছেন। তিনি মন্ত্রিসভার প্রধান, তার মন্ত্রিসভার সদস্যরা কীভাবে কাজ করছেন সেই দৃষ্টি রাখবেন। যেখানে আমাদের দুবর্লতা রয়েছে, সফলতা রয়েছে সব কিছুই তিনি চুলচেরা বিশ্লেষণ করবেন।

যেখানে শেখ হাসিনা আমাদের প্রধান, সেখানে অনেক কিছুই হালকা হয়ে যায়। আমার বিশ্বাস, তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করব এবং আমি মনে করি, তিনি যেভাবে বন্ধুত্বসুলভ দৃষ্টিভঙ্গি ও দেশপ্রেম নিয়ে শুধু রাজনীতি নয়, বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, আশা করি আমরা সফল হব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31555 and publish = 1 order by id desc limit 3' at line 1