logo
বুধবার ২৬ জুন, ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোটর্   ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০  

শীত মৌসুম থাকলেও বাড়ছে সবজির দাম

শীত মৌসুম থাকলেও  বাড়ছে সবজির দাম
রাজধানীর কারওয়ান বাজারের একটি সবজি দোকান Ñযাযাদি
শীতের মৌসুম থাকার পরও রাজধানীর অধিকাংশ কঁাচাবাজারে বাড়ছে বিভিন্ন প্রকারের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। গড়ে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, রামপুরা, মিরপুর-১, কচুক্ষেত, জিগাতলাসহ বেশ কয়েকটি কঁাচাবাজার ঘুরে দাম-দরের এমন চিত্র পাওয়া গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বাজারে এখন দাম বৃদ্ধির তালিকায় সবার শীষের্ রয়েছে বেগুন। প্রকারভেদে এই সবজিটির দাম গেল সপ্তাহের তুলনায় বেড়েছে ১০-১৫ টাকা করে। ফলে বাজার ও প্রকারভেদে প্রতি কেজি বেগুন এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এ ছাড়া দাম বাড়ার তালিকায় রয়েছে শসা, কঁাচামরিচ, লাউ, গাজর, পটল, বরবটি ও সিম। বাজারে এখন প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এর দাম বেড়েছে প্রতি কেজিতে ৫ টাকা করে। আজকের বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা, পটল ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, সিম ৩০ টাকা।

আর নিত্যপ্রয়োজনীয় কঁাচামরিচের দাম প্রতি কেজি ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, মুলা ৩০ টাকা, করলা প্রকারভেদে ৫৫-৬০ টাকা, গাজর প্রকারভেদে ৪০-৬০ টাকা, আলু প্রকারভেদে ২৫-৩০ টাকা। আকারভেদে প্রতি পিস ফুলকপির দাম ৩৫ টাকা, প্রতি পিস বঁাধাকপির দাম ৪০ টাকা।

এদিকে প্রতি অঁাটি ধনিয়াপাতা বিক্রি হচ্ছে ১০ টাকায়। কঁাচাকলা প্রতি হালি ৩০ টাকা, আকার ও প্রকারভেদে লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা এবং লেবু হালি প্রতি দাম ২৫ টাকা।

সবশেষে মাংস্যজাতীয় খাদ্যপণ্যের মধ্যে ব্রয়লার মুরগির দাম অপরিবতির্ত রয়েছে। বাজারে বতর্মানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৪৫ টাকা, কক মুরগি ২২০ টাকা এবং পাকিস্তানি মুরগি ২৪০ টাকা। এ ছাড়া গরু ও খাসির মাংসের দামও রয়েছে আগের মতোই। এগুলো বিক্রি হচ্ছে সরকার নিধাির্রত দামেই।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে