বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
পঁাচজন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নামে ফেসবুক পেইজ খুলে প্রতারণা

পেশায় ব্যবসায়ী ওমর ফারুক প্রধানমন্ত্রীর নামে ছয়টি, সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এবং আওয়ামী লীগ গোষ্ঠীসহ বিভিন্ন জাতীয় নেতার নামে ৩৬টি পেইজ চালিয়ে আসছিলেন
যাযাদি রিপোটর্
  ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতার নামে ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অথর্ আদায় এবং গুজব সৃষ্টি, ভ‚য়া উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ৫ জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ছবিটি বৃহস্পতিবার র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে তোলা Ñফোকাস বাংলা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ‘প্রতারণা ও রাষ্ট্রবিরোধী প্রচার’ চালানোর অভিযোগে পঁাচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঞা জানান, র‌্যাব-২ এর একটি দল বুধবার রাতে ঢাকার মগবাজার, মোহাম্মদপুর এবং সাভার, ডেমরা ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন ওমর ফারুক (৩০), সাব্বির হোসেন (২৪), আল আমিন (২৭), আমিনুল ইসলাম আমিন (২৫) ও মনির হোসেন (২৯)।

তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অথর্ আদায়, গুজব সৃষ্টি, উসকানিমূলক প্রচার চালিয়ে আসছিল বলে র‌্যাবের ভাষ্য।

বৃহস্পতিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, পেশায় ব্যবসায়ী ওমর ফারুক প্রধানমন্ত্রীর নামে ছয়টি, সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এবং আওয়ামী লীগ গোষ্ঠীসহ বিভিন্ন জাতীয় নেতার নামে ৩৬টি পেইজ চালিয়ে আসছিলেন।

এসব পেইজে তিনি নিজের ব্যক্তিগত নম্বর দিয়ে রেখেছিলেন। কেউ ফোন করলে ফারুক তাদের বলতেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগ পেয়ে তারা এই পেইজ পরিচালনা করছেন। সারাদেশে কে কী করছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে জানানো তার কাজ।

মুফতি মাহমুদ খান বলেন, ‘ফোনে কিছুক্ষণ কথা বলার পর ইনবক্সে যোগাযোগকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আথির্ক সুবিধা চাইতেন ফারুক। এভাবে কী পরিমাণ অথর্ তারা হাতিয়ে নিয়েছেন তা এখনও জানা যায়নি।’

সংবাদ সম্মেলনে বলা হয়, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে ‘টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেয়ার প্রলোভন দেখানোর কথা’ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফারুক।

র‌্যাব বলছে, গ্রেপ্তার সাব্বির হোসেনের নামে সন্ত্রাস দমন আইনে দুটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে চারটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।

মুফতি মাহমুদ খান বলেন, সাব্বির আগে তারেক জিয়া সাইবার ফোসর্, দেশনেত্রী সাইবার ফোরাম পেইজের অ্যাডমিন ছিলেন। সম্প্রতি তিনি ‘শেখ হাসিনার পরামশর্’ ও ‘সায়মা ওয়াজেদ পুতুল’ নাম দিয়ে দুটি পেইজ থেকে নিরাপদ সড়ক চাই ও কোটা সংস্কার আন্দোলনের সময় উসকানিমূলক ভিডিও পোস্ট করেন।

‘যেকোনো নতুন ইস্যুর আগমন হলেই সাব্বিব তা সরকারবিরোধী অপপ্রচারে রূপান্তর করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছিলেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আল আমিন ‘সাইবার অপরাধের সাথে সম্পৃক্ত’ একটি পেইজের অ্যাডমিন।

‘তিনি প্রধানমন্ত্রীসহ জাতীয় নেতাদের ছবি বিকৃত আকারে প্রকাশ করতেন। বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য সংবলিত ভুয়া ছবি ফেসবুকে পোস্ট করে আসছিলেন।’

আমিনুল ইসলাম আমিন ইসলামী ছাত্রশিবিরের সহযোগী সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর একজন সদস্য জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি ফেসবুকে চারটি অ্যাকাউন্ট ও তিনটি পেইজ চালানোর পাশাপাশি ইউটিউবে বিভিন্ন ‘কমিক আইটেম’ প্রচার করে আসছিলেন।

‘আওয়ামী লীগের লোগো সংযোজন করে একটি, প্রজন্ম চেতনা ও স্পাই উদ্দিন নামে দুটি ফেসবুক পেইজ থেকে গুজব সৃষ্টি ও উসকানিমূলক ভিডিও পোস্ট করতেন তিনি।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সত্যের বিস্ফোরণ’ নামের একটি ফেসবুক পেইজের অ্যাডমিন মনির হোসেন তিনটি অ্যাকাউন্ট চালিয়ে আসছিলেন।

‘তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানায় বেশ কটি মামলা রয়েছে। ফেসবুকে তিনি রাজনৈতিক অপপ্রচার, রাষ্ট্রবিরোধী কাযর্কলাপ ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে দেশে অস্থিরতা সৃষ্টির পঁায়তারা করছিলেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনের নামে ফেসবুক পেইজ খুলে ভুয়া খবর ছড়ানো হচ্ছে জানিয়ে গত ১১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতকর্ করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

এ বিষয়ে তদন্ত করতে নেমে র‌্যাব অভিযান চালিয়ে ওই পঁাচজনকে গ্রেপ্তার করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32596 and publish = 1 order by id desc limit 3' at line 1