শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চরাঞ্চলের উন্নয়নে স্বাধীন কতৃর্পক্ষ করার দাবি

যাযাদি রিপোটর্
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ন্যাশনাল চর অ্যালায়েন্স’র চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ Ñযাযাদি

দেশের চর এলাকায় বসবাসরত মানুষের উন্নয়নে আলাদা কতৃর্পক্ষ গঠনের দাবি জানিয়েছে ন্যাশনাল চর অ্যালায়েন্স।

জাতীয় প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, চর এলাকার উন্নয়নে পদক্ষেপ নেয়াটা এখন সময়ের দাবি।

তিনি বলেন, ‘চরের দিকে বরাবরই সবার খেয়াল কম ছিল। সাবেক অথর্মন্ত্রী মুহিত সাহেব তো চরের জন্য কোনো টাকাই দিতে চাইতেন না। তখন পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল সাহেব চরের জন্য প্রথমবার ৫০ কোটি টাকা বরাদ্দ করলেন। এরপর ১০০ কোটি টাকা বরাদ্দ হলো। কিন্তু সে টাকা খরচ করা গেল না, কারণ এর জন্য কোনো মন্ত্রণালয় নেই।

আমরা বললাম, আমাদের টাকা দেন, আমরা খরচ করি। তখন সরকার থেকে বলা হলো, আপনারা তো সরকারি না, আপনাদের কাছে টাকা দিলে সেটা ঠিক মতো খরচ হবে না। তখন আমরা বললাম, চর অঞ্চলের উন্নয়নের জন্য পিকেএসএফের আদলে চর ফাউন্ডেশন বা চর উন্নয়ন বোডর্ নামে একটি স্বাধীন প্রাতিষ্ঠানিক কতৃর্পক্ষ গঠন করুন, তাহলে বরাদ্দ পাওয়া টাকা খরচ করা যাবে।’

ইব্রাহিম খালেদ বলেন, ‘এই সিদ্ধান্তগুলো নেয়া এখন সময়ের দাবি। আমরা জানি, প্রধানমন্ত্রীকে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। তিনি ভালোভাবে অবগত আছেন, চরের সমস্যাগুলো কি, কিন্তু আরও বড় সমস্যা থাকায় এদিকে নজর দেয়া সম্ভব হয় না। তবে চর উন্নয়ন ফাউন্ডেশন, উন্নয়ন বোডর্ হলে এই সমস্যার সমাধান হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মোট ভ‚মির প্রায় ১০ শতাংশ চরভ‚মি। আর ৩২টি জেলার ১০০ উপজেলার অংশবিশেষ বিস্তৃত এসব চরাঞ্চল। এসব এলাকায় প্রায় কোটি মানুষের বসবাস।

নানা প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলা করে চরের মানুষকে বেঁচে থাকতে হয়।

চরের টেকসই উন্নয়ন নিশ্চিতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিদির্ষ্ট বরাদ্দের পাশাপাশি চরের মানুষের উন্নয়নে জাতীয় নীতিমালা প্রণয়নও জরুরি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33317 and publish = 1 order by id desc limit 3' at line 1