বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে দেশ: ভূমিমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, নতুন প্রজন্মের চিন্তা-চেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে না। সুতরাং দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এসব গুণ অজর্ন করতে হবে।

শুক্রবার দৈনিক পূবের্কাণ আয়োজিত ‘মানবিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে। এতে ৫০টি স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নিয়েছে।

করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’র আওতায় সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত সুবিধা দেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সিএসআরের মাধ্যমে সরকার চেষ্টা করছে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে। যারা এ তহবিলে সহায়তা করছে, সরকার তাদেরকে করমুক্ত সুবিধা দিচ্ছে।

পূবের্কাণ সবসময় ব্যতিক্রমী কাজ করতে চায় জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘যারা এ প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত, তাদের ভেতরে সৃজনশীলতা রয়েছে। সবসময় ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে চায় তারা।’

ভূমিমন্ত্রী বলেন, প্রতিটি প্রজন্মকে এগিয়ে আসতে হবে সমাজকে বিনিমাের্ণর জন্য। তবেই এ সমাজ সভ্যদের বসবাস উপযোগী হবে।

বছরখানেক ধরে পূবের্কাণ পত্রিকায় ‘পরিবতের্নর কারিগর’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে। যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, মূলত তাদেরকে নিয়ে এ আয়োজন।

মন্ত্রী বলেন, ‘এ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রয়াত ইউসুফ চৌধুরী একজন সম্মানিত ব্যক্তি। চট্টগ্রামের জন্য তার যে অবদান, এ জনপদের মানুষ সেটি আজীবন স্মরণ করবে। তারই ছেলে স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী সবসময় ভালো কাজের অনুপ্রেরণা দিতেন।’

‘মানবিক মেলা সম্পূণর্ একটি নতুন ফরমেট। চট্টগ্রামে অনেক সংগঠন স্ব স্ব অবস্থান থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের কাজগুলো জনসম্মুখে আনার সুযোগ হয়নি। পূবের্কাণ কতৃর্পক্ষ সেটি করে দিয়েছে। একই ছাদের নিচে ৫০টি সংগঠনকে একত্রে এনেছে তারা।’

শুভেচ্ছা বক্তব্যে পূবের্কাণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য পূবের্কাণ পরিবার নিরলসভাবে কাজ করছে। যারা এ জনপদের পরিবতের্নর কারিগর, তাদেরকে সকলের কাছে পরিচিত করার জন্যই এ আয়োজন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন দি পূবের্কাণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার বাদল সৈয়দ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36891 and publish = 1 order by id desc limit 3' at line 1