বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় বসছে উদ্যোক্তা হাট

যাযাদি রিপোটর্
  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ফাল্গুনি উদ্যোক্তা হাটফাল্গুনি উদ্যোক্তা হাট তরুণ ও নবীন উদ্যোক্তাদের প্ল্যাটফমর্ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা নিয়ে আয়োজন করছে আই পে ফাল্গুনি উদ্যোক্তা হাট। ঢাকার ধানমÐি ২৭ নম্বরে উডম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২২ থেকে ২৪ ফেব্রæয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত এ হাট বসবে।

আয়োজনের সহযোগী বাংলাদেশ ওপেন সোসর্ নেটওয়াকর্ (বিডিওএসএন) সূত্রে জানা গেছে, এবারের হাটে প্রায় ৫০ জন উদ্যোক্তা তাদের জামা-কাপড়, খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেক্ট্র্রনিকস, ইন্টেরিয়র সামগ্রী, আইটি সেবা প্রদশর্ন ও বিক্রি করবেন। গ্রæপের উদ্যোক্তাদের পণ্য ও সেবা সাধারণের মধ্যে তুলে ধরার জন্য এ হাটের আয়োজন করা হয়েছে। হাটের টাইটেল স্পনসর ডিজিটাল মানি প্ল্যাটফমর্ আই পে বাংলাদেশ।

হাটে অংশ নেবে টোটাল অনলাইন সলিউশন, কুক্যান্টস লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, মেনসা ডিজিওয়াল্ডর্, রেজিস্ট্রো, কড়ি ডটকম, শাবাব লেদার, জেটগো, কাশফিয়া বুটিক, অঙ্গ ঢং, ফ্রুইজার বাংলাদেশ, খানস হেলথ অ্যান্ড বিউটি, আফরিনস কালেকশন, জামিলা, কারুকাজ, ব্রেওন্না, ফুডহাট, প্রিয় বাজার, ইজিয়ার, রেজিস্ট্রার, অদ্ভুত দ্য শপিং উন্ডার, নাইয়রী, অচিন, রেনে বাংলাদেশ, সুহায়রা, সফট টেক ইনোভেশন লিমিটেড, সাববাক্স, এম অ্যান্ড বি ইন্টারন্যাশনাল, স্টাইজিন, প্রাইম আইটি লিমিটেড, রঙিন মেলা, ব্র্যান্ড কিডজ, লেজিফগ ডটকম, লিরিক হ্যান্ডিক্রাফটস, হোস্টমাইট, পেপারটুপালর্ বিডি, বেকারি অ্যান্ড পেস্ট্রি, ডাবটেইল এবং ডায়না হোস্ট লিমিটেড। কৌশলগত পাটর্নার আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বিডি ভেঞ্চার লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36892 and publish = 1 order by id desc limit 3' at line 1