বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিতলে গণপরিবহনে সিসি ক্যামেরা লাগাব: আতিকুল

যাযাদি রিপোর্ট
  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪
ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম সোমবার রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান -যাযাদি

মেয়র নির্বাচিত হলে রাজধানী ঢাকার সব গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, 'আমাদের নগরীর মানুষ কাপড় চায় না। তারা চায় সুন্দর বাসযোগ্য একটি নগরী। বোনেরা চায় ইভটিজিং মুক্ত শহর। আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ঢাকার প্রতিটা বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।' আতিকুল বলেন, 'ঢাকার উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। আমরাই পারব আমাদের হারিয়ে যাওয়া ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে।' এর আগে সকাল ১১টার দিকে মিরপুর ১৩ নম্বর কাঁচাবাজার এলাকায় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রচারণাকালে ভোটারদের মধ্যে লিফলেট তুলে দেন আতিকুল। আতিকুল ভোটারদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করে আগামী ২৮ ফেব্রম্নয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। পরে মিরপুর ১০ নম্বরে এক পথসভায় আতিকুল ইসলাম বলেন, নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক ঢাকা গড়ে তুলবেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে জনগণের যে প্রত্যাশা সে অনুযায়ী একটি সুস্থ, সচল, গতিময় এবং আধুনিক ঢাকা করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী যেমন চান, জনগণও চান।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে