মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নাসিম

সড়ক-পরিবহন নিয়ে যারা কাজ করে, সবাই দায়ী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরকে বলা হয়েছে তবে কেন সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না?
যাযাদি রিপোর্ট
  ২৪ মার্চ ২০১৯, ০০:০০
জাতীয় প্রেসক্লাবে শনিবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম -যাযাদি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, 'একের পর এক মানুষ নিহত হচ্ছে সড়কে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কাজ করেছি, প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, পার্লামেন্টে আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো বাস্তবায়ন করতে হবে।'

শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিলস্নুর রহমানের স্মরণ সভা ও চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, প্রশাসনকে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরকে বলা হয়েছে, এমনকি পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে। তাহলে কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না?

তিনি বলেন, এরা কারা? এসব ক্ষমতাধর ব্যক্তি কারা? তারা পরিবহন সেক্টরে, হয়তো শ্রমিক নেতা, অথবা বাসমালিক অথবা প্রশাসনের লোক। কেন এগুলো বাস্তবায়ন হয় না? বাস্তবায়ন হবে না, একটা করে জীবন যাবে রাস্তায় আর সরকার দায়ী হবে? এটা কথা হলো? একটা জীবনের দাম কি ১০ লাখ টাকা? একটা জীবন কি অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাবে?

কেন এ ব্যবস্থাপনা সঠিক হবে না? যারা এ ব্যাপারে কাজ করে তারা সবাই দায়ী। নাসিম বলেন, 'কেন তারা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করছে না? আমি জিজ্ঞাসা করি। এসব ফ্রাঙ্কেনস্টাইনকে রুখতে হবে। এসব ফ্রাঙ্কেনস্টাইন শেখ হাসিনার অর্জনকে নষ্ট করে দেবে।'

আওয়ামী লীগের এ নেতা বলেন, 'কিছু দায়িত্বহীন পথচারী আছেন, যারা ট্রাফিক আইন মানেন না। পুলিশ কমিশনার বলেছেন, আমরা কঠোর হব। কঠোর হন নাই কেন এখনও? কবে আর কঠোর হবেন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না, বলেন? এ ধরনের কথা আমরা আর শুনতে চাই না।'

তিনি বলেন, 'আজ একটা ফ্যাশন হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সেই নির্দেশ বাস্তবায়ন হয় না। উনি চেষ্টা করছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশ না মানা ফ্যাশন হয়ে গেছে।'

আওয়ামী লীগের এ সভাপতিমন্ডলীর সদস্য বলেন, 'উপজেলা নির্বাচন হচ্ছে, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। প্রশাসনকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে তারা। কিন্তু অতিউৎসাহী প্রশাসনের কর্মকর্তারা, তারা মাঠপর্যায়ে থেকে এ নির্বাচন কমিশনের ভূমিকাকে খাটো করার চেষ্টা করে যাচ্ছে। ছোট ছোট লাট আছে বিভিন্ন জায়গায়, তারা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান মনে করে নিজেকে।

স্থানীয় পর্যায়ে এসব ছোট ছোট লাট উপজেলা নির্বাচনে তার প্রার্থীকে জেতানোর জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা করে না। এটা হতে পারে না।'

তিনি বলেন, 'নির্বাচন কমিশন শক্ত আছেন। প্রশাসনকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন, উপজেলা নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ যাকে ভোট দেয়, সেই নির্বাচিত হবেন। তাহলে এসব তথাকথিত ক্ষমতাধর ব্যক্তি কারা? যারা প্রভাব বিস্তার করে নির্বাচনকে বিতর্কিত করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। সতর্ক থাকতে হবে।'

নাসিম বলেন, 'নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা ক্ষমতা প্রয়োগ করবেন। এ ধরনের কোনো কারচুপির চেষ্টা যেন না হয়, দেখবেন। নির্বাচনে ভোটারদের ভোট দিতে হবে। ভোটার আসতে হবে। এখন আস্তে আস্তে ভোটাররা আসছে। সেই বিএনপি-জামায়াতের নির্বাচন বর্জনের সংস্কৃতি উপেক্ষা করে মানুষ এখন আসছে। এটাকে সফল করতে হবে আমাদের।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42343 and publish = 1 order by id desc limit 3' at line 1