মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিবেশ বাদ দিলে উন্নয়ন টেকসই হবে না

যাযাদি রিপোর্ট
  ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

ঢাকা মহানগরীর প্রতি একর জায়গায় বাস করে ১২১ জন। আর বস্তি এলাকায় প্রতি একরে থাকেন ৮৫০ জন মানুষ। এই ঘিঞ্জি অপরিচ্ছন্ন পরিবেশে বাস করে প্রতিনিয়ত রোগ-ব্যাধির শিকার মানুষেরা আরও চাপ বাড়াচ্ছে সামগ্রিক স্বাস্থ্যসেবার ওপর।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক সেমিনারে একথা বলেন বক্তারা।

নিম্ন আয়ের মানুষের জন্য একই সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ঘটাতে না পারলে দেশের চলমান উন্নয়নকে টেকসই করা সম্ভব না বলে মনে করছেন বক্তারা।

পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বস্তিতে থাকা মানুষেরাই শহরটাকে চালাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। কিন্তু রাষ্ট্র তাদের উন্নয়নে তেমন ভূমিকা রাখছে না। তাদের বেঁচে থাকা ও সুস্থ থাকার ওপরই শহরের অনেক কিছু নির্ভর করছে।

অনুষ্ঠানে এ গবেষণার উদ্বৃতি দিয়ে বলা হয়, বস্তিবাসীদের আয়ের ৭৪ শতাংশ খরচ হয় চিকিৎসা বাবদ। এ ব্যাপারে অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশয়েনের সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে একেবারে প্রাথমিক পর্যায়ে। তাহলে অর্ধেকের বেশি রোগ-ব্যাধি এড়ানো যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেনিন চৌধুরি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের এম এ আজিজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44056 and publish = 1 order by id desc limit 3' at line 1