শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যানির মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

যাযাদি রিপোর্ট
  ১৫ মে ২০১৯, ০০:০০
আপডেট  : ১৫ মে ২০১৯, ০০:১০
শহিদউদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি নেতা শহিদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাযের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে চলা মামলাটির উপর স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। রুল খারিজ হওয়ায় মামলাটি চলতে এখন আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রুল শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। খুরশীদ আলম খান পরে বলেন, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি কেন মামলাটি বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেছিল। সে রুলটিই খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। ফলে মামলাটি চলতে আইনগত আর কোনো বাধা থাকছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে