বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়ন করার দাবি

যাযাদি রিপোর্ট
  ২৫ মে ২০১৯, ০০:০০

প্রাইভেট কার-মাইক্রোবাসসহ সব হালকা যানবাহন চালকদের জন্য শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাকা জেলা ট্যাক্সি, কার, অটোটেম্পু ও অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।

এ ছাড়া ২০ রমজানের মধ্যে মে মাসের বেতন এবং বেসিকের সমান ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে ওই শ্রমিক ইউনিয়নটি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীরেশ চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পণ্য ও যাত্রী পরিবহন সেবার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হালকা যানবাহন চালকরা।

অথচ তারা শ্রম আইনে স্বীকৃত অধিকার থেকে বরাবরই বঞ্চিত। তাই অবিলম্বে শ্রম আইনে স্বীকৃত অধিকার বাস্তবায়ন ও ২০ রমজানের আগেই বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50956 and publish = 1 order by id desc limit 3' at line 1