বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা

যাযাদি ডেস্ক
  ১১ জুন ২০১৯, ০০:০০
আপডেট  : ১১ জুন ২০১৯, ০০:১৩

চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট এলাকায় পরিবেশ দূষণের দায়ে এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এশিয়ান পেপার মিলকে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়জ্জম হোসাইন। এর আগে গত ২৭ মে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় এশিয়ান পেপার মিল পরিদর্শন করেন পরিচালক মোহাম্মদ মোয়জ্জম হোসাইন। এ সময় স্যাম্পল সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। পরে তাদের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, তরল বর্জ্য শোধনাগার অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী একমাসের মধ্যে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু করে ২৩ জুনের মধ্যে চালানের মাধ্যমে অঙ্গীকারনামা প্রদানের জন্যও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মুক্তাদির হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে