শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে 'শিষ্টাচার' শেখান, ফখরুলকে তথ্যমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ১১ জুন ২০১৯, ০০:০০
আপডেট  : ১১ জুন ২০১৯, ০০:১৩
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সামবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন -যাযাদি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 'শিষ্টাচার' শেখানোর জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সংবাদ সম্মেলনে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে মির্জা ফখরুল 'শিষ্টাচার বহির্ভূত' বলায় সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে রোববার (৯ জুন) গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই নাম নিতেও ঘৃণা লাগে। তিনি আরও বলেন, আজ হোক কাল হোক একদিন না একদিন তার (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একে প্রধানমন্ত্রীর 'প্রতিহিংসার বহিঃপ্রকাশ' বলে উলেস্নখ করেছেন। বলেছেন, এই বক্তব্য 'শিষ্টাচারবহির্ভূত'। মির্জা ফখরুলের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, 'শিষ্টাচার তো বিএনপির কাছ থেকে আমাদের শিখতে হবে না। মির্জা ফথরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, তার নেত্রীকে শিষ্টাচার শেখানোর জন্য। তিনি এমন একটি দলের মহাসচিব যে দলের চেয়ারপারসন... কোকো মারা যাওয়ার পর দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুয়ারের সামনে গিয়ে ১৫-২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন। খালেদা জিয়া দরজা খোলেননি। কোনো শত্রম্নও যদি সহমর্মিতা জানানোর জন্য কারো বাড়িতে হাজির হয় আমাদের সামাজিক আচার হচ্ছে তার জন্য দরজাটা খুলে দেয়া।' তিনি বলেন, '২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টেলিফোন করে গণভবনে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। টেলিফোনে যে ভাষায় বেগম খালেদা জিয়া কথা বলেছেন, সেটি সব শিষ্টাচারবহির্ভূত ছিল। তাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার নেত্রীকে শিষ্টাচার শেখানোর জন্য বলব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে