শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষ লেনদেন এখন টেবিলের ওপর দিয়েই চলবে: রিজভী

যাযাদি রিপোর্ট
  ২২ জুলাই ২০১৯, ০০:০০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন -যাযাদি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে যখন দুর্নীতির মহামারি চলছে, তখন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি করতে উৎসাহ দিয়ে বলছেন, 'সরল বিশ্বাসে দুর্নীতি করলে অপরাধ হবে না'। ফলে টেবিলের ওপর দিয়েই এখন ঘুষের লেনদেন চলবে।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দুদক চেয়ারম্যান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়। এর আগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের সহনীয় মাত্রায় ঘুষ খেতে বলেছিলেন। যখন দেশে প্রশাসনিক স্তরে অতি উচ্চমাত্রার দুর্নীতির সংস্কৃতি বিরাজমান। এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যেতেও টেবিলের নিচে আর্থিক লেনদেন করতে হয়। তখন মাঠপর্যায়ের প্রশাসনের কাছে এই 'উৎসাহ বার্তা' দেয়া হচ্ছে যে, সরল বিশ্বাসে দুর্নীতি করলে কিছু হবে না। ফলে টেবিলের ওপর দিয়েই এখন ঘুষের লেনদেন চলবে।

তিনি বলেন, বাংলাদেশে ভোটারবিহীন অন্ধকারে নির্বাচিত সরকার দুর্নীতিকে পুরোমাত্রায় প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলেছে। সামাজিক মূল্যবোধ ধ্বংস করে সরকারের 'টপ টু বটম' ব্যস্ত লুটপাট-ঘুষ-দুর্নীতিতে। চারদিকে চলছে দুর্নীতির উৎসবের আতশবাজী। সর্বগ্রাসী দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশ। আইনের শাসন ও সুশাসন এখন ইতিহাসের পান্ডুলিপিতে অবস্থান করছে।

রিজভী বলেন, নির্বিঘ্নে নিরাপদে প্রশাসনের সহায়তায় রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার জন্য জনগণের কণ্ঠস্বর, আপসহীন নেত্রী খালেদা জিয়াকে ফরমায়েশি মিথ্যা প্রতিহিংসার মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রীর জিঘাংসার শিকার খালেদা জিয়া। শেখ হাসিনাই জামিনে বাধা দিচ্ছেন খালেদা জিয়ার। তাকে বন্দি রেখে লুণ্ঠন-দুঃশাসনে দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে জনধিকৃত সরকার।

আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে বাংলাদেশকে দুর্নীতির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে দাবি করে রিজভী বলেন, দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ দুর্নীতি ধারণা সূচক-২০১৮ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর দুর্নীতির মাত্রা বাড়ছে। ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে ২০১৭-এর তুলনায় বেশি। ২০১৮ সালে ওই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম- যা ২০১৭ সালে ছিল ১৭তম স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59335 and publish = 1 order by id desc limit 3' at line 1