logo
শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ২২ অগ্রহায়ণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৩ আগস্ট ২০১৯, ০০:০০  

বিরোধীদলীয় রাজনীতি অনৈক্যের চোরাবালিতে আটকা: মান্না

বিরোধীদলীয় রাজনীতি অনৈক্যের চোরাবালিতে আটকা: মান্না
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না -যাযাদি

যাযাদি রিপোর্ট দেশের বিরোধীদলীয় রাজনীতি অনৈক্য ও আপসকামিতার চোরাবালিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে গঠিত সরকারবিরোধী জোটের নেতা মাহমুদুর রহমান মান্না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক একথা বলেন। তিনি বলেন, 'আমরা স্পষ্ট করে বলতে চাই, রুখে দাঁড়ানোর এখনই সময়। একথা সত্য, বিরোধীদলীয় রাজনীতি আজ অনৈক্যের কানা গলিতে আর আপসকামিতার চোরাবালিতে আটকে গেছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এবং নিয়মিত গণতন্ত্রের চর্চা থাকলে সরকার আজ এতখানি স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারত না।' জাতীয় ঐক্যফ্রন্ট কার্যকর আছে কিনা এবং থাকলে অনৈক্যের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, 'জোট তো আছে। ঐক্যে ফাটল ধরেছে, বলিনি। বলেছি যে, রাজনৈতিক দলগুলো অনৈক্যের চোরাবালিতে আটকে গেছে, আপসকামিতার ইয়েতে ঢুকে গেছে।' 'আপসকামিতা একটা ব্যাপক শব্দ। এটা সরকারের সঙ্গে হতে পারে, অন্যদের সঙ্গে হতে পারে, নিজেদের মধ্যে হতে পারে, কিন্তু সেটা খুবই দরকার ছিল সম্ভবত ৩০ ডিসেম্বরের ঘটনার পর আন্দোলনের মাঠে থাকা। সেটা তো আমরা আসলে থাকতে পারিনি-এটাই বুঝাতে চেয়েছি।' বিএনপি বিরুদ্ধে সরকারের সঙ্গে আপস করার অভিযোগ তুলছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, 'এরকম কোনো প্রমাণ নিয়ে কথা বলছি না। আমি বলছি যে, স্বাভাবিকভাবে বিষয়টা কী হয়- ধরেন যা অন্যায় হচ্ছে সবকিছুর বিরুদ্ধে যে লড়াইটা করবার কথা সেটা যখন আপনি করছেন না। তার মানে ওই নীতির জায়গায় তো আপনি আপস করছেন।' 'এখন কোনো মন্ত্রীর সঙ্গে কথা বললেন, না কার সঙ্গে কথা বললেন- এটা দেখছি না। সার্বিকভাবে পরিস্থিতিটা হচ্ছে, এটা একধরনের সমর্পণবাদিতা, একধরনের আপসকামিতা।' জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন চৌধুরী মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে দলের উপদেষ্টা এস এম আকরাম, কেন্দ্রীয় নেতা মোমিনুল ইসলাম, মোফাখারুল ইসলাম নবাব, শহীদুলস্নাহ কায়সার, জাহিদ-উর রহমান ও জিলস্নুর চৌধুরী দিপু উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে