শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫ টাকায় চিকিৎসা-ওষুধ মেলে যে হাসপাতালে

নতুনধারা
  ২১ আগস্ট ২০১৯, ০০:০০
আপডেট  : ২১ আগস্ট ২০১৯, ১১:১৪
চট্টগ্রামের আগ্রাবাদ কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্র

যাযাদি ডেস্ক মাত্র ৫ টাকার টিকিটে স্বাস্থ্যসেবা মেলে চট্টগ্রামের আগ্রাবাদ কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। যেটি আমেরিকান হাসপাতাল নামে পরিচিত। সরবরাহ থাকা সাপেক্ষে ফ্রি ওষুধ, স্বল্প খরচে স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও রয়েছে। তবে সুবিধার তুলনায় রোগীর সংখ্যা বেশি। এজন্য সেবা নিয়ে সন্তুষ্ট নন রোগীরা। অন্যদিকে অতিরিক্ত রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, গেট খোলার আগে সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে রোগীর ভিড়। সেমিপাকা কয়েক কামরার চিকিৎসাকেন্দ্রে নারী-পুরুষ আলাদাভাবে চিকিৎসা দেয়া হয়। তবে পুরুষের তুলনায় নারী রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেবা চালু থাকে। কিন্তু ১টার আগে টিকিট দেয়া বন্ধ করে দেয়া হয়। বর্তমানে পাঁচজন চিকিৎসকসহ ২৩ স্বাস্থ্যকর্মী সেখানে দায়িত্বে রয়েছেন। স্বল্প খরচে তিন ধরনের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা রয়েছে। সোমবার ৫১০ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে ৩২০ জন নারী ও ২১০ জন পুরুষ। তবে সেবা গ্রহীতারা জানিয়েছেন, চিকিৎসকরা ঠিকমতো রোগী দেখেন না, ওষুধও দেয় না। এখানে হয়রানি ছাড়া কিছুই মেলে না। ত্বকের সমস্যা নিয়ে বোয়ালখালীর গোমদন্ডী এলাকা থেকে আসেন যুবক নুরুল আনোয়ার। সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নুরুল আনোয়ার বলেন, সুনাম শুনে আসছিলাম। কিন্তু এখানে কোনো চিকিৎসা নেই। রোগের কথা না শুনে চিকিৎসক ওষুধ লেখেন। স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সামিরা জামাল বলেন, মাত্র ৫ জন চিকিৎসক আছেন। প্রতিদিন গড়ে চারশ থেকে পাঁচশ রোগী হয়। নার্স সংকট। ফলে সেবা দিতে গিয়ে হিমশিমে পড়তে হয়। '৫ জন চিকিৎসকের পক্ষে এত রোগীকে চিকিৎসা দেয়া কষ্টকর। তবুও চিকিৎসকরা তা করছেন। এ ছাড়া জনবল সংকটতো রয়েছে। অফিস সহায়কের অভাব। নিরাপত্তা প্রহরী নেই, একজন অফিস সহায়ককে রাতের দায়িত্ব দেয়া হয়েছে।' তিনি আরও বলেন, চিকিৎসক-সরঞ্জামের অভাবসহ অনেক সীমাবদ্ধতা রয়েছে। মজুদ থাকলে ওষুধ দেয়া হয়। পাশাপাশি সময়ের মধ্যে এলেও রোগী ফেরত দেয়া হয় না। জনবল বৃদ্ধির আহ্বান জানিয়ে ডা. সামিরা জামাল বলেন, 'ঐতিহ্যগত কারণে এ চিকিৎসাকেন্দ্রে নিয়মিত রোগীর চাপ বেশি। তবে সে তুলনায় সুযোগ-সুবিধা বাড়েনি। উল্টো যেসব সুবিধা ছিল, তা কমতেছে। কিন্তু রোগীর কথা বিবেচনায় এখানে আরও চিকিৎসক দেয়া দরকার। পাশাপাশি অন্যান্য জনবল বৃদ্ধি জরুরি।' উলেস্নখ্য, ১৯৫৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে এ চিকিৎসাকেন্দ্রে বন্দর সংশ্লিষ্টদের চিকিৎসা দেয়া হতো। পরে সেটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। শুরুতে এ চিকিৎসাকেন্দ্রে বিদেশি চিকিৎসকরা সেবা দিত। ফলে সেটির নাম আমেরিকান হাসপাতাল নামে পরিচিতি পায়। এ চিকিৎসাকেন্দ্রটি জনবলসহ যাবতীয় প্রশাসনিক কাজ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় নিয়ন্ত্রণ করে। তবে ওষুধসহ চিকিৎসা সামগ্রী সরাসরি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। জনবল সংকটে বিষয়টি অবগত করা হলে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বিভাগে অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রামে চিকিৎসক সংকট তুলনামূলক কম। চিকিৎসাকেন্দ্রটিতে রোগীর তুলনায় চিকিৎসক কম, সেটি কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে চেষ্টা চলছে, সংকট নিরসনের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে