মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

পানিতে ডুবে

শিশুর মৃতু্য

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। সে সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামের মো. শাহীন মিয়ার মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই শিশুটি বাড়ির উঠানে খেলতে গেলে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। এরপর দীর্ঘসময় অতিবাহিত হলে পরিবারের লোকজন শিশুটিকে সেখানে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং দ্রম্নত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদু্যৎস্পৃষ্ট হয়ে

বানরের মৃতু্য

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে বিদু্যতের তারে জড়িয়ে একটি বড় বানরের মৃতু্য হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতীয় উদ্যানের তেলমাছড়া বিটে অফিসের কাছাকাছি সড়কের এক পাশ থেকে অপর পাশে যেতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় বানরটি।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, কিছুদিন আগেও একটি মুখপোড়া হনুমান বিদু্যতের তারে জড়িয়ে মারা পড়ে। আমরা এ বিষয়ে হবিগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতিকে তার পরিবর্তন করে রাবারিং কাভারের তার লাগানোর জন্য চিঠি দিয়েছি। বন বিভাগ জানায়, পুরাতন মহাসড়কের পাশ দিয়ে দু বছর আগে নতুন বিদু্যতের লাইন টানা হয়েছে। এরপর থেকেই বিভিন্ন সময়ে সড়ক পারাপার হতে গিয়ে নানা প্রজাতির বন্যপ্রাণী মারা পড়ছে।

আগুনে পুড়ল

৪টি দোকান

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় আগুনে একটি টিনশেড মার্কেটের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পূর্ব কুষ্টিয়া (চৌরাস্তা) এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

জানা যায়, প্রতিদিনের মতো ওই মার্কেটের ব্যবসায়ীরা সন্ধ্যার পর প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। রাত পৌনে ১০টার দিকে আনন্দ বাকালীর মোটরসাইকেলের গ্যারেজে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে দক্ষিণ পাশের খোরশেদ আলম ওরফে লালনের মুদির দোকান, লিয়াকত হোসেনের ফার্মেসির (ওষুধ) দোকান ও মো. ফিরোজ আলমের কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রাত সোয়া ১০টার দিকে মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উলিপুরে চার

জুয়াড়ি আটক

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুড়ির ডারারপাড় গ্রামের মজর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), মহির উদ্দিনের ছেলে লালু মিয়া (৫২), আব্দুল জব্বারের ছেলে সাইফুল (৩৮) ও ইন্দরারপাড় গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মঞ্জু মিয়াকে (৪২) জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে পুলিশ। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায়

স্কুলছাত্র নিহত

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্তান মোড় এলাকায় ট্রাকচাপায় আল ফরহাদ কাজী (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফরহাদ উপজেলার টুপিপাড়া গ্রামের তোফাজ্জেল কাজীর ছেলে।

পুলিশ জানায়, টুপিপাড়া আলোকিত প্রাইভেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ফরহাদ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খামারপাড়া বাজার থেকে সাইকেলে করে বাসায় যাচ্ছিল। গোরস্তান মোড়ে মিরাজের দোকানের সামনে এলে তার সাইকেলটি সামনের ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায়। এ সময় মাগুরা থেকে শ্রীপুরমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃতু্য মামলা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশের অভিযানে

গ্রেপ্তার ৫ জন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়াছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি। এর মধ্যে ১জন ৭ বছরের সাজাপ্রাপ্ত রয়েছেন। তারা হলেন- ৭ বছরের সাজাপ্রাপ্ত মো. মোসলেম মিয়া (৫০) ও চার মামলায় গ্রেপ্তারি পরওয়ানামুলে মো. সেলিম (৩০), আবু সৈয়দ (৩৫), আমির হোসেন (৩৮), রোমান উদ্দিন (৩৪)।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67549 and publish = 1 order by id desc limit 3' at line 1