বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

'পথচারী বেশে' দুই ভাইয়ের ছিনতাইচক্র

নতুনধারা
  ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০
আপডেট  : ২৩ অক্টোবর ২০১৯, ০০:১৩
চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ -যাযাদি

যাযাদি ডেস্ক পথচারীর বেশে রিকশা আরোহীদের অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা কৌশলে মালামাল ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শাহ আলম শেখ (৪০) ও হাসান শেখ (২৮)। তাদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে। তবে থাকেন নগরীর সাগরিকা বিটাক এলাকার মুহুরি কলোনিতে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সোমবার রাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি রিকশা আরোহী শাহ আলম ও হাসান শেখকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সে সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় তাদের সহযোগী রিকশাচালক জাহেদ হাসান (২৬)। ওসি মহসিন বলেন, 'গ্রেপ্তার দুই ভাই জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নগরীর রেয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, হকার্স মার্কেটসহ বিভিন্ন পাইকারি মার্কেটের কাছে জাহেদ রিকশা নিয়ে অবস্থান করে। মালামাল নিয়ে কোনো ব্যক্তি মার্কেট থেকে বের হলে জাহেদ তাকে নিয়ে গন্তব্যে রওনা হয়। আর শাহ আলম ও হাসান রিকশাটিকে অনুসরণ করে। 'রিকশাচালক পথে হঠাৎ করে রিকশা ঠিক করার কিংবা অন্য কোনো কৌশলে যাত্রীকে নামতে বলে। আর সে সময় পথচারীর বেশে থাকা শাহ আলম ও হাসান ওই যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাধায়। আর এ সুযোগে রিকশাচালক মালামাল নিয়ে চম্পট দেয়।' পুলিশ কর্মকর্তা মহসিন জানান, গত ১৬ অক্টোবর রেয়াজউদ্দিন বাজার থেকে এক ব্যবসায়ী মালামাল নিয়ে শাহ আমানত সেতু এলাকায় যাওয়ার পথে কোতোয়ালি থানা মোড়ে ছিনতাইকারী দুই ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগে। এসময় জাহেদ রিকশা নিয়ে সেখান থেকে মালামালসহ সটকে পড়ে। মো. আমিন নামের ওই ব্যবসায়ী এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন। আমিনের অভিযোগে উলেস্নখ করা হয়, তিনি রেয়াজউদ্দিন বাজার থেকে কাপড়, কসমেটিকস, ঘড়িসহ প্রায় লাখ টাকার মালামাল কিনে চন্দনাইশ যাওয়ার জন্য রিকশা নিয়ে শাহ আমানত সেতুর দিকে যাচ্ছিলেন। কোতোয়ালি মোড়ে চালক ইচ্ছা করে ঝাঁকুনি দিয়ে মালামালের একটি বস্তা রিকশা থেকে ফেলে দেয়। ওই সময় রাস্তায় থাকা দুই ব্যক্তি ওই ব্যবসায়ীর সাথে ঝগড়া লাগিয়ে তাকে মারধর শুরু করে আর সেই ফাঁকে রিকশাচালক মালামাল নিয়ে সটকে পড়ে। গ্রেপ্তাররা ওই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি মহসিন। গ্রেপ্তারের পর দুই ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে ছিনতাই করা বেশকিছু মালামাল জব্দও করা হয়েছে। ওসি মহসিন বলেন, শাহ আলম শেখের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে। বিভিন্ন সময়ে সে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার এ কাজে জড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে