বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় হাসপাতালে ২৬৩ ডেঙ্গু রোগী

নতুনধারা
  ৩১ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৭৪ জন রোগী ভর্তি হন।

এর আগের ২৪ ঘণ্টায় (২৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৪৪ জনসহ মোট ২৪৮ রোগী ভর্তি হন। সে হিসাবে সারা দেশে ১৫ জন বেশি ডেঙ্গু রোগী ভর্তি হন।

বুধবার দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।

তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৫ হাজার ৮৮৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৯ হাজার ৪৮৮ জন এবং ঢাকার বাইরে ৪৬ হাজার ৩৯৫ জন রয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৬৭২ জন। বাড়ি ফেরাদের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৪৮ হাজার ৮৯৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৫ হাজার ৭৭৮ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি সর্বশেষ মোট ২৪৮ জন মৃত মানুষের মধ্যে ১৭১টি মৃতু্যর কারণ রিভিউ করে। এর মধ্যে ১০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করে ডেথ রিভিউ কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<73464 and publish = 1 order by id desc limit 3' at line 1