শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বিমার ঘোষণা আতিকের

নতুনধারা
  ৩১ অক্টোবর ২০১৯, ০০:০০
আপডেট  : ৩১ অক্টোবর ২০১৯, ০০:১৮
রাজধানীর মিরপুরে বুধবার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি ক্যান্সার স্ক্রিনিং এবং সচেতনতামূলক কার্যক্রমের অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম -যাযাদি

যাযাদি রিপোর্ট পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বিমা চালুর জন্য প্রকল্প করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশও দেন তিনি। বুধবার রাজধানীর মিরপুরে ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি ক্যান্সার স্ক্রিনিং এবং সচেতনতামূলক মাসব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র বলেন, আপনারা (পরিচ্ছন্নতা কর্মী) আমাদের ঘরে-বাইরের সব জায়গা পরিষ্কার করেন। সেই আপনাদের স্বাস্থ্য নিরাপত্তায় আমাদের সবার কাজ করতে হবে। সবাই যদি এগিয়ে আসে, বিমা খাত যদি এগিয়ে আসে যে, আমাদের স্বাস্থ্য কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা করে দেবে, তাহলে আমাদের স্বাস্থ্য কর্মীরা অনেক ভালো থাকবে। আতিকুল ইসলাম আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে আমাদের দুই ধরনের শ্রমিক আছে। অস্থায়ী শ্রমিক এবং স্থায়ী শ্রমিক। দুই ধরনের শ্রমিকদের জন্যই কীভাবে স্বাস্থ্য বিমা চালু করা যায় তার একটি ফর্মুলা বের করার জন্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আমি এখনই নির্দেশ দিচ্ছি। আপনারা যদি হাসপাতালে যান আপনাদের অনেক খরচ হবে। কিন্তু স্বাস্থ্য বিমা থাকলে আপনাদের খরচ হবে অনেক কম, কিন্তু লাভ হবে অনেক বেশি। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, আপনাদের জন্য প্রায় ৭৮৪টি ফ্ল্যাট নির্মিত হতে যাচ্ছে। প্রতিটিতে দু'টি রুম, একটি করে বেলকুনি থাকবে। তবে পরিচ্ছন্নতা কর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান আতিক। তিনি বলেন, আপনারা যদি ভালো কাজ করতে না পারেন, তাহলে কিন্তু বাহির থেকে আউট সোর্সিং বা চুক্তিভিত্তিক মানুষ আনা হবে। কিন্তু আমরা সেটা করতে চাই না। পরীক্ষামূলকভাবে আমরা কিছু কিছু ওয়ার্ডে আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করছি। যারা ঠিকমত কাজ করছেন না তাদের বলতে চাই কোনো ধরনোর ফাঁকিবাজি চলবে না। আমি চাই আপনাদের কাজ আপনারাই করুন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহম্মদ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির আহ্বায়ক ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তাহের, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এখলাসুর রহমান, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এহতাশামুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে