বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুলশানে ২৫ হাজার বর্গফুট ফুটপাত উদ্ধার

যাযাদি রিপোর্ট
  ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০

রাজধানীর গুলশান এলাকার ফুটপাতে থাকা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়ে ২৫ হাজার বর্গফুট জায়গা পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার রাজধানীর গুলশান-১ নম্বর গোলচত্বর এবং গুলশান রিং রোডে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সাজিদ আনোয়ার জানান, উচ্ছেদ অভিযানে দেড় শতাধিক টং দোকান ও অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান সাজিদ আনোয়ার।

অভিযানকালে ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74060 and publish = 1 order by id desc limit 3' at line 1