শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে: মওদুদ

যাযাদি রিপোর্ট
  ১০ নভেম্বর ২০১৯, ০০:০০
জাতীয় প্রেসক্লাবে শনিবার জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ -যাযাদি

সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেছেন, 'খালেদ, শামীমের কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তা কিছুই না। দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে এই সরকার বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে না। তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে।'

শনিবার জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় বিপস্নব ও সংহতি দিবস' উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'সরকার উন্নয়নের রোল মডেলের কথা বলে গলা ফাটাচ্ছে। কীসের উন্নয়নের রোল মডেল? ১৫ মিনিট বৃষ্টি হলে যে দেশের রাজধানী পানির নিচে চলে যায় এটাকে বলে উন্নয়নের রোল মডেল? যে দেশের রাজধানীতে এক কিলোমিটার রাস্তা যেতে ৪৫ মিনিট সময় লাগে সেটা নাকি উন্নয়নের মডেল? কে বিশ্বাস করবে একথা, কেউ বিশ্বাস করবে না।'

বিএনপির এ নেতা বলেন, 'অবশ্যই বাংলাদেশ মডেল। তবে সেটা গণতন্ত্রহীনতা, বিচারহীনতার, নারী-শিশু নির্যাতন ও নারী-শিশু ধর্ষণের মডেল।'

৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, 'সিপাহি-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে এনে ক্ষমতায় বসায়। তিনি কোনো কু্য করেননি, কোনো নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। শহীদ জিয়া সংবিধানকে বাতিল করেননি, সামরিক আইন জারি করেননি এবং সংসদ বাতিল করেননি। ১৯৭৫ সালে সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন এই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদ। এই আওয়ামী লীগ মিথ্যাচার করে।'

আইনের শাসন বলতে দেশে কিছু নেই মন্তব্য করে মওদুদ বলেন, 'আমাদের নেত্রীকে দেড় বছর কারাবন্দি করে রাখা হয়েছে। সরকারের প্রভাবের কারণে বিচারপতিরা স্বাধীনভাবে, মুক্তভাবে কাজ করতে পারছেন না। যে যত কথাই বলুক আজকে এ কথাটা সত্য।'

প্রধানমন্ত্রীর উদ্দেশে মওদুদ বলেন, 'গত ১০ বছর যতবার তিনি ভারতে যান শুধু দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না। কেন? শুধু ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়া করে এটা করবেন না। এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74911 and publish = 1 order by id desc limit 3' at line 1