logo
মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১০ নভেম্বর ২০১৯, ০০:০০  

দুর্নীতি নির্মূলে সব জেলায় অভিযান হবে: পররাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান শুদ্ধি অভিযান একে একে দেশের সব জেলায় চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার সিলেট নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে ডিজিটাল সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেটে দুর্নীতিবিরোধী অভিযানের ব্যাপারে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান শুরু করেছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশংসনীয়। দুর্নীতি নির্মূলে ক্রমশ দেশের সব জেলায় এ অভিযান শুরু হবে।

সিলেটে ডিজিটাল সেবা কার্যক্রমের ব্যাপারে মন্ত্রী বলেন, এখন থেকে জায়গাজমির পর্চা বা অন্য কোনো সেবা পেতে আর ভূমি অফিসে ধরনা দিতে হবে না। মুঠোফোনে ৩৩৩ চেপেই পাওয়া যাবে এ সংক্রান্ত সেবা। এতে সময় ও অর্থ বাঁচবে, দূর হবে মানুষের হয়রানি।

'ডিজিটাল সিলেট নগর গড়া আমার নির্বাচনী ইশতেহারে ছিল। ডিজিটাল সিলেট কার্যক্রমের মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।'

সিলেটে এ ডিজিটাল সেবা কতোটা নির্বিঘ্ন হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কোনো কিছু চালু হলে প্রথম দিকে এর কিছু অসুবিধা থাকতেই পারে।

\হকোনো সমস্যা দেখা দিলে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে