বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মন্ত্রিপরিষদ সচিব পদে আনোয়ারই থাকছেন

নতুনধারা
  ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০
খন্দকার আনোয়ারুল ইসলাম

যাযাদি রিপোর্ট অবসরের সময় হয়ে আসা খন্দকার আনোয়ারুল ইসলামকে চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে রাখছে সরকার। আনোয়ারুল ইসলামের অবসরোত্তর ছুটি স্থগিত করে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মন্ত্রিপরিষদ সচিব পদে খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। সেতু বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে গত ১৩ অক্টোবর খন্দকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। গত ২৮ অক্টোবর তিনি নতুন দায়িত্বে যোগ দেন। খন্দকার আনোয়ার ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান। ১৯৮৩ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণে। ডেভেলপমেন্ট পস্ন্যানিং-এ তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামাও রয়েছে। খন্দকার আনোয়ারের স্ত্রী বেগম কামরুন নাহারও একজন সচিব। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে