শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসামির সেলফিকান্ড ঘটনা তদন্তে ডিবি

নতুনধারা
  ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫২
কোর্ট হাজতে থাকা আসামি শেখ ফরিদের সেলফি -যাযাদি

যাযাদি ডেস্ক চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে আসা আসামির সেলফি তুলে ফেসবুকে শেয়ার করার ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের উপ-কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতেই সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান ডিবি উত্তর জোনের উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে দায়িত্ব দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে। বিষয়টি তদন্ত করে এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। আসামির হাতে মোবাইল ফোন যাবে, তা মানা যায় না। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে ডিবি উত্তর জোনের উপ-কমিশনারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে 'কোর্ট হাজতে থাকা আসামি তুললেন সেলফি!' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে আদালতে হাজিরা দিতে এসে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন কোতোয়ালি থানার অস্ত্র ও মাদক মামলায় (নম্বর- ৫৫(১১)১৯) গ্রেপ্তার আসামি শেখ ফরিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে