মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষের হামলা মোকাবিলায় আমরা প্রস্তুত: ইশরাক

যাযাদি রিপোর্ট
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ১৪ জানুয়ারি ২০২০, ০০:০৯
রাজধানীর বংশাল এলাকায় সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনসংযোগ করেন -যাযাদি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, হামলা-মামলা অতীতেও হয়েছে, এখনো হবে। আমরা প্রতিপক্ষের সব হামলা মোকাবিলা করতে প্রস্তুত। ইশরাক হোসেন বলেন, আপনারা জানেন, 'এর আগে সন্ত্রাসীরা আমাদের নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবারের নির্বাচনেও এ ধরনের হামলা-মামলা শুরু হয়েছে। ইতোমধ্যে আমাদের পোস্টার ছেঁড়া হচ্ছে, মাইক ভাঙা হচ্ছে, কর্মীদের আহত করা হয়েছে। তবে এসব করে আমাদের থামানো যাবে না। আমরা এবার প্রতিপক্ষের সব হামলা মোকাবিলা করতে প্রস্তুত আছি।' ভোটে জয় পেলে তিন মাসের মধ্যে ঢাকায় পাবলিক টয়লেটের সমস্যা সমাধানের প্রতিশ্রম্নতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, 'আমি মেয়র নির্বাচিত হলে, তিন মাসের মধ্যে ডিএসসিসির প্রত্যেক ওয়ার্ডে জনবসতি অনুপাতে পাবলিক টয়লেট প্রতিস্থাপন করব। সেখানে নারীদের এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।' সোমবার চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রম্নতি দেন তিনি। এদিন বংশাল এবং ওয়ারী এলাকায় প্রচারণা চালিয়েছেন ইশরাক। ইশরাক বলেন, 'আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যেসব এলাকায় গণসংযোগ করছি, সেখানকার স্থানীয় বাসিন্দা, আমাদের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আমাদের সমর্থন করছেন।' গণসংযোগে বাধার বিষয়ে তিনি বলেন, 'আজকে সকাল থেকে এ পর্যন্ত বাধার সম্মুখীন হইনি। তবে আমরা আশঙ্কা করছি, বাধার সম্মুখীন হতে পারি। আমারা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি, কোনো বাধা আমরা মানব না। আমাদের কাজ আমরা চালিয়ে যাব।' ভোটারদের উদ্দেশে বিএনপির এ প্রার্থী বলেন, '৩০ তারিখ আপনারা ভোট দিতে আসবেন। আপনারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য আমরা মাঠে থাকব।' নির্বাচনে লেভেল পেস্নয়িং ফিল্ড তৈরি হয়েছে কি না এ বিষয়ে ইশরাক বলেন, 'ফিল্ড একটা তৈরি হয়েছে। ভোট ডাকাতির, ভোট কারচুপির এবং প্রতিপক্ষকে দমন করার একটা ফিল্ড তৈরি হচ্ছে। এটাকে লেভেল পেস্নয়িং ফিল্ড বলে কি না, জানি না।' উলেস্নখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে