বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার জনমত বিএনপির পক্ষে: তাবিথ

যাযাদি রিপোর্ট
  ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০
রাজধানীর বাড্ডায় মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল -যাযাদি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, 'একের পর এক হামলার ঘটনাগুলো প্রমাণ করছে জনমত আমাদের পক্ষে। জনগণ আমাদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে গেছে দেখে তারা দিশেহারা হয়ে গেছেন।' মঙ্গলবার বেলা ১১টায় ২১ নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডা ফুজি টাওয়ার থেকে দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরুর আগে তাবিথ আউয়াল এ কথা বলেন। তাবিথ আউয়াল অভিযোগ করে বলেন, 'চেষ্টা করা হচ্ছে, প্রার্থীরা যেন আতঙ্কে থাকেন। আমরা যেটা আশঙ্কা করেছিলাম, সেটা নিয়মিত প্রমাণিত হচ্ছে। বিশেষ করে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো ভূমিকা রাখছে না।' তাবিথ আরও অভিযোগ করেন, 'সোমবার রাতে আমাদের ৩৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিসে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। বিশেষ করে ১৮ নম্বর ওয়ার্ড যেখানে আমি একটা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে বেরিয়ে যাচ্ছিলাম, পেছন থেকে আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। হামলায় তিনজন আহত হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে যতগুলো ওয়ার্ড আছে, নিয়মিত পোস্টার ছেঁড়া হচ্ছে।' তাবিথ বলেন, 'আমি নির্বাচন কমিশন ও কর্তৃপক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করছি। তারা যেন আইন মেনে ভোটারদের অধিকার ফিরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করেন।' হামলা মোকাবিলা করবেন কীভাবে? জানতে চাইলে তাবিথ বলেন, 'আমার বিবেচনায় হামলাগুলো আমাদের বিপক্ষে না। এ হামলাগুলো জনগণের ওপর। জনগণ আমাদের সমর্থন দিয়ে অতি শিগগিরই ভোটের মাধ্যমে তাদের রায় দেবে।' তাবিথ আউয়াল অভিযোগ করেন, 'নেতাকর্মীরা দিনের বেলায় স্বাভাবিকভাবে প্রচারে অংশগ্রহণ করছেন। কিন্তু যখনই আমরা প্রচার বন্ধ করে দিই, রাতে তাদের বাসায় খোঁজ-খবর নিচ্ছেন, কখনো ইউনিফরম পরে, কখনো সাদা পোশাকে।' গতকাল লিংক রোড হয়ে মধ্য বাড্ডা বাজার, স্কুল রোড, মেরুল বাড্ডা, ৩৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস, দক্ষিণ আনন্দনগর, আফতাব নগর মেইন রোড, ৩৮ নম্বর ওয়ার্ড মোলস্না পাড়া বাজার থেকে শুরু হয়ে আদর্শ নগর এলাকায় জনসংযোগ করেন তাবিথ। ৩৯ নম্বর ওয়ার্ড শাহজাদপুর ঈদগাহ মসজিদ রোড হয়ে খিলাবাড়ীর টেক, জমির মেম্বারের, নূরের চালা হয়ে ৪০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেছেন। এ সময় তাঁর সঙ্গে শত শত নেতা-কর্মী ও সমর্থককে হাত মেলাতে দেখা যায়। তাবিথ আউয়ালের সঙ্গে গণসংযোগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদিন ফারুক, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর উত্তরের নেতা আহসান উলস্নাহ বজলুল বাসিত, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এ জি এম শামসুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে