শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর বাড়ানো নয়, সমন্বয় করা হবে: তাপস

যাযাদি রিপোর্ট
  ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস বুধবার ঢাকার বকশীবাজারের কারা কনভেনশন সেন্টারে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সাথে মতবিনিময় করেন -ফোকাস বাংলা

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যবসায়ীদের কোনো রকম? কর বাড়ানো হবে না; বরং করের সমন্বয় সাধন করা হবে যেন ব্যবসায়ীরা হয়রানির শিকার না হয়। বুধবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারের কারা কনভেনশন সেন্টারে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্মেলনে তিনি একথা বলেন। শেখ ফজলে নূর তাপস বলেন, 'আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুনীর্তিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সিটি করপোরেশনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যেন রাজস্ব সংগ্রহে কোনো অসুবিধা না হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে রাজস্ব সংগ্রহ বাড়ানো সম্ভব হবে।' তিনি বলেন, 'যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নেব। সেজন্য আমরা ঢাকার যাতায়াত ব্যবস্থা ঢেলে সাজাব। সড়কগুলো কার্যকর এবং উন্নত হবে। কিছু সড়কে ধীরগতির যানবাহন চলবে, অন্য সড়কে দ্রম্নতগতির যানবাহন চলবে। কোনো সড়কে মানুষ হেঁটে চলাচল করবে, আবার কোনো সড়কে ঘোড়ার গাড়ি চলবে। পৃথিবীর কোথাও এক সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে না। আমাদের এখানে এটা থাকায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে। সুতরাং এখানে একটি সমন্বয় দরকার, একটি সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার।' পুরান ঢাকার দূষণ বিষয়ে তিনি বলেন, 'আমাদের ঢাকা বায়ু দূষণে আক্রান্ত। সুতরাং আমরা পাঁচ ভাগে যে রূপরেখা দিয়েছি। সেখানে সুন্দর ও উন্নত ঢাকার রূপরেখা রয়েছে। আমরা ঢাকায় সবুজায়ন করব। আশা করি পাঁচ বছরের মধ্যে একটি সুন্দর উন্নত ঢাকা উপহার দিতে পারব।' তাপস বলেন, আমরা দেখি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্পের বরাদ্দ উইপোকারা খেয়ে ফেলে। ইনশাআলস্নাহ, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কোনো উইপোকার জায়গা হবে না। তিনি বলেন, নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম ৯০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণে সব মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করব। এই ৯০ দিনের মধ্যেই আমরা উন্নত ঢাকার মহাপরিকল্পনা করব। ২০৪১ সালের উন্নত বাংলাদেশকে লক্ষ্য হিসেবে ধরে আমরা আমাদের পরিকল্পনা করব। তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি হবে একটি ব্যবসাবান্ধব সেবামূলক সংস্থা। ট্রেড লাইসেন্সের যে কোনো বিষয় পাঁচ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। দক্ষিণ সিটি করপোরেশনে একটা ব্যবসায়ী ডেস্ক করব। সে ডেস্ক থেকে আপনাদের সেবা প্রদান করা হবে। এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে ব্যবসায়ী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ, শফিউল আলম মহিউদ্দিন, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে