শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে: তাবিথ

যাযাদি রিপোর্ট
  ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে গণসংযোগ করেন -যাযাদি

আগামী আট দিন নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেছেন, 'আগামী আট দিন আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে।'

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে পথসভায় এই আহ্‌বান জানান তাবিথ। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, 'সরকার এবং নির্বাচন কমিশন আমাদের বিপক্ষে যেকোনো পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে ভোটারদের বিমুখ করার জন্য ভোটকেন্দ্র থেকে। আমরা যেন ঐক্যে থাকি, মনোবল শক্ত রাখি। ভোটারদের নিয়ে যেন ভোটকেন্দ্রে যাই।'

টাউন হলের পর দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজারের প্রেমতলা এলাকায় জনসংযোগের আগে পথসভা করেন তাবিথ। তিনি সেখানে বলেন, গত ১৪ দিনের নির্বাচনী প্রচারে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তাবিথ আউয়াল বলেন, '১০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৫৪ ওয়ার্ডে ৩২৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে ঢাকা শহর ঘুরেছি, জনগণের কাছে গিয়েছি। যেভাবে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তাতে দৃশ্যমান গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বত্র দেশনেত্রীর (খালেদা জিয়া) সালাম পৌঁছে যাচ্ছে। তা দেখে প্রতিপক্ষ এখন নিয়মিত পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।'

তাবিথ বলেন, জনগণ জানতে চাচ্ছে খালেদা জিয়া কবে কখন মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ইনশা আলস্নাহ ১ ফেব্‌রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। এর মধ্য দিয়ে দেশনেত্রীর মুক্তি এবং দুনীতি, দুঃশাসন থেকে দেশবাসীর মুক্তির পথ সুগম হবে।

এমাজউদ্দীন আহমেদ বলেন, 'আমরা তাবিথ আউয়ালের বিজয়কে দেখতে চাই খালেদা জিয়ার মুক্তি এবং দেশে গণতন্ত্রহীনতার যুদ্ধাচারের অব্যাহতি হিসেবে। দেশের বর্তমান অবস্থা সুখকর নয়। আমরা কথা বলার স্বাধীনতা হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, নারী নির্যাতন, নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে। এমন পরিস্থিতি যে ভাবতেই লজ্জা হয়।'

এমাজউদ্দীন আহমেদ আক্ষেপ করে বলেন, 'এ জন্যই কি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা ত্যাগ স্বীকার করেছিলাম? আমরা অপেক্ষায় আছি, এ অবস্থার পরিবর্তন চাই। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফেরাতে চাই, আইনের শাসনকে ফেরাতে চাই। এ লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যোগ্য প্রার্থী তাবিথ আউয়ালকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।'

এমাজউদ্দীন আহমেদ বলেন, 'তাবিথ আউয়াল যে দায়িত্ব গ্রহণ করেছে, এ দায়িত্ব পূর্ণভাবে পালনের সুযোগ যেন সৃষ্টি হয়, সে জন্য তাকে বিজয়ী করতে হবে। এখনো আমাদের সন্দেহ আছে, অনেক ষড়যন্ত্র হবে, অন্যায় হতে পারে। আপনারা যদি সাবধান থাকেন, তাহলে আমাদের বিশ্বাস যেভাবে এগোচ্ছে আমরা এই পথ অতিক্রম করতে পারব।'

তাবিথের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুলস্নাহ, নিপুণ রায় চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুম খান, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুল মতিন, যুবদলের সভাপতি সাইফুল আলমসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85667 and publish = 1 order by id desc limit 3' at line 1