শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই সিটির নতুন ওয়ার্ড সাজাতে নানা উদ্যোগ

যাযাদি রপিাের্ট
  ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি-ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে এখনো তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে রাস্তা, ফুটপাত, এলইডি বাতিসহ অনেক অবকাঠামো উন্নয়ন থেকে এখনো বঞ্চিত এসব ওয়ার্ডের মানুষ। আশার কথা হচ্ছে, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কাজের উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগ নতুন ওয়ার্ডগুলোকে ভিন্নরূপে সাজিয়ে তুলবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, নতুন ৩৬টি ওয়ার্ডকে দৈনন্দিনসহ সব যাবতীয় সেবার আওতায় আনতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট জায়গায় পার্ক ও বাজার, রাস্তা ও ফুটপাত নির্মাণ, এলইডি বাতি স্থাপনসহ অনেক অবকাঠামো উন্নয়ন থাকছে। থাকছে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনাও। পাশাপাশি সব রাস্তায় বছরভর খোঁড়াখুঁড়ি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে উন্নত বিশ্বের মতো ফুটপাতের নিচ দিয়েই সব প্রকার ইউটিলিটি সার্ভিসের লাইন বসানো হবে। ফুটপাতের নিচে কমন সার্ভিস ডাক্ট তৈরি করে এর ভেতরে সব ইউটিলিটি সার্ভিসের ক্যাবল ও পাইপ প্রতিস্থাপন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মাস্টারপস্ন্যানের আওতায় এনে এলইডি বাতি স্থাপন, ফুটপাত, সড়ক, ড্রেন নির্মাণের মাধ্যমে মূল নগরীর সুযোগ-সুবিধার আওতায় আনা হচ্ছে করপোরেশনে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডকে। এসব এলাকায় হবে আধুনিক কসাইখানা এবং কমিউনিটি সেন্টার ও মার্কেট।

সূত্র বলছে, প্রায় ৭৭৪ কোটি টাকা ব্যয়ে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া- এ চারটি সাবেক ইউনিয়নের (বর্তমানে ওয়ার্ড হিসেবে যুক্ত এলাকা) ১৬৭ দশমিক ৮৮ কিলোমিটার রাস্তা, ৮ দশমিক ৮১ কিলোমিটার ফুটপাত, ১৭১ দশমিক ৬৫ কিলোমিটার নর্দমা, ১৪৩ দশমিক ৪৭ কিলোমিটার রাস্তায় এলইডি বাতি, ৭০৬৩টি বৃক্ষরোপণসহ নানা অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া মান্ডা, ডেমরা, নাসিরাবাদ ও দক্ষিণগাঁও- এ চারটি সাবেক ইউনিয়নে ৫১৫ দশমিক ৫৫ কোটি টাকা ব্যয়ে ৮১ দশমিক ৩৬ কিলোমিটার রাস্তা, ৬১ দশমিক ৭৯ কিলোমিটার নর্দমা, ৭ দশমিক ৯৫ কিলোমিটার ফুটপাত, ১২টি আরসিসি ব্রিজ নির্মাণ হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা-প্রকল্পসমূহের মধ্যে ৪ হাজার ২৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে নতুন ১৮টি ওয়ার্ড সাজাতে। এক্ষেত্রে ১৬১ দশমিক ৭২ কিলোমিটার রাস্তা, ২২২ দশমিক ৮২ কিলোমিটার ড্রেন নির্মাণ ও উন্নয়ন করা হবে। এছাড়া ১১ হাজার ২২৪টি এলইডি বাতি স্থাপন করা হবে উত্তরের নতুন ওয়ার্ডগুলোতে।

জানা গেছে, উন্নত বিশ্বের মত নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে ফুটপাতের নিচ দিয়ে সব ধরনের ইউটিলিটি সার্ভিসের লাইন বসানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে সিটি করপোরেশন সূত্র বলছে, মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে দুই সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদদের নকশা প্রণয়নের কথা বলা হয়েছে। দুই সিটি করপোরেশন এ নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে তাদের সীমানায় অবস্থিত সব সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার

শর্তে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ নির্দেশ বাস্তবায়নে আমরা নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোর উন্নয়ন মাস্টারপস্ন্যান অনুযায়ী, ফুটপাতের উভয় পাশে কমন সার্ভিস ডাক্ট তৈরির নকশা করেই রাস্তা তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এ পরিকল্পনা বাস্তবায়নে রাজধানীতে সেবাদাতা বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনাও হয়েছে আমাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86104 and publish = 1 order by id desc limit 3' at line 1