মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিএনপি: তাপস

যাযাদি রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ২৮ জানুয়ারি ২০২০, ০০:১১
ডেমরার সারুলিয়া এলাকায় সোমবার নির্বাচনী প্রচারণা চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস -যাযাদি

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থীরা পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। সোমবার ডেমরার সারুলিয়া এলাকায় গণসংযোগে গিয়ে তিনি বলেন, 'সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পাঁয়তারা করছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। নিজেরাই নিজেদের ওপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।' রোববার গোপীবাগে সংঘর্ষের সময় নিজের নির্বাচনী ক্যাম্পে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাপস বলেন, '১ ফেব্রম্নয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীদের সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেবে।' আধুনিক ও সচল ঢাকা গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'যেসব নতুন ওয়ার্ড ঢাকার সাথে যুক্ত হয়েছে সেসব ওয়ার্ডে নগরের সব আধুনিক সুবিধা দেওয়া হবে।' এর আগে তাপসের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সকাল থেকে সারুলিয়া এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরের দিকে শেখ ফজলে নূর তাপস উপস্থিত হলে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মৎস্যজীবী লীগের গণসংযোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে গণসংযোগ করেছে দলটির সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগ। সোমবার সংগঠনের সভাপতি সায়ীদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করের নেতৃত্বে কলাবাগান, ধানমন্ডি, নীলক্ষেতসহ ডিএসসিসির বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেয় নেতাকর্মীরা। দিনব্যাপী গণসংযোগকালে বাসা-বাড়ি, বাজারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় বেশ কয়েকটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে নৌকার প্রতীকের পক্ষে মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা দুই সিটিতে মাঠে রয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছি। প্রচারণায় ভোটাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। দলীয় কাউন্সিলর ও মেয়রপ্রার্থীদের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবেন বলে জানান তিনি। এ সময় সংগঠনটির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মানিকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে