শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোটকেন্দ্র 'প্রতিবন্ধীবান্ধব' করার দাবি

যাযাদি রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ২৮ জানুয়ারি ২০২০, ০০:১১
প্রতিবন্ধী ভোটার -ফাইল ছবি

ভোটকেন্দ্রগুলো 'প্রতিবন্ধীবান্ধব' করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধী বিষয়ক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, "বেশিরভাগ ভোট কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না, একজন হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য ভোটকেন্দ্রের নির্ধারিত বুথে পৌঁছানোটাই অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। ব্যালট পেপারগুলো প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করতে পারবে কি না এটিও নিশ্চিত করতে হবে।" প্রতিষ্ঠানটির সভাপতি রাজিব শেখ বলেন, "যারা বাক বা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য কোনো সাইন ব্যবহার করা হয়নি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও ব্যবস্থা নেই। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টেকটাইল ব্যালটের প্রয়োজন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রগুলোতে সাইন ব্যবহার করা উচিত, এটি হচ্ছে সাংকেতিক চিহ্ন যাতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা দেখামাত্রই বুঝতে পারে নির্ধারিত প্রতিবন্ধীদের বুথ এটি।" তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা তাদের পছন্দমতো একজন সহযোগী ব্যক্তি নিতে পারবেন, যিনি তাকে তার পছন্দের প্রতীক দেখিয়ে দেবেন যেখানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তার ভোট দিতে পারবেন- এ রকম একটি সুযোগ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দেওয়া উচিত। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আরেক সংস্থা রিহ্যাফের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, "আমরা আরও একটা বিষয় খেয়াল করি সেটা হলো জ্যেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধী ভোটারদের আলাদা ব্যবস্থা আছে কি না। যেটা আমরা পেয়েছি তা হলো বেশিরভাগ ক্ষেত্রেই পাইনি। কেন্দ্রগুলো প্রতিবন্ধীবান্ধব নয়। নির্বাচন কমিশন থেকে আলাদা উদ্যোগ নেই। প্রার্থীদের পক্ষ থেকে এ বিষয়টা শুধু প্রতিশ্‌রুতির মধ্যেই থাকে।" তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তায় আলাদাভাবে ভোটদানের ব্যবস্থা করার বিধান রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিষয়টি দেখভাল করবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা ও প্রশিক্ষণ প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান আলমাস বলেন, "প্রতিবন্ধীরা কেউ কেন্দ্রে আসা মাত্রই দায়িত্বশীল লোকজন আলাদা লাইনে দ্রম্নততার সাথে বুথকক্ষে নিয়ে যাবেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। জ্যেষ্ঠ নাগরিকদের বিষয়েও কেউ দৃষ্টি আকর্ষণ করলে ভোটগ্রহণ কর্মকর্তারা সহায়তা করবেন।" এবার নির্বাচনে তিনশ ভোটারের বিপরীতে একটি করে বুথ থাকবে বলে ভোটারদের অসুবিধা হবে না বলে মনে করছেন তিনি। ঢাকা উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলামও প্রতিবন্ধীদের ভোট দেওয়ায় বিশেষ লাইনের সুযোগ রাখার কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে