বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইভিএমে ধীরগতি তবে খুশি ভোটাররা

গাজীপুর প্রতিনিধি
  ২৭ জুন ২০১৮, ০০:০০
গাজীপুর সিটি নিবার্চনে মঙ্গলবার ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন এক নারী ভোটার

গাজীপুর সিটি করপোরেশন নিবার্চনে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ নিবার্চনে ৪২৫টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ভোটগ্রহণ করা হয় ইভিএম পদ্ধতিতে। এসব কেন্দ্র ঘুরে দেখা গেছে, নতুন এ পদ্ধতির সঙ্গে ভোটাররা পরিচিত না হওয়ায় ভোটগ্রহণে ধীরগতি চলে। একেকটি ভোট দিতে প্রায় ৪-৫ মিনিট সময় লেগেছে। ফলে এসব কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের ভিড় লেগে ছিল।

ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া রানী বিলাসমনি সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৯২৭ জন। এখানকার চারটা বুথের ১ নম্বর বুথে ৪৮২ ভোটার রয়েছে। এর মধ্যে সকাল ১০টা পযর্ন্ত ৪৬টি ভোট পড়েছে। আর ২ নম্বর বুথে ৪৮২ ভোটারের মধ্যে ৭৪টি ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়। ইভিএম মেশিনে ভোট নেয়া অন্য পঁাচ কেন্দ্রেও ধীরগতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ কেন্দ্রে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তারা বলেন, ‘সিস্টেমটা ভালো। আঙুলের ছাপ দিলেই ভোটারের ছবি ভেসে ওঠে। তবে ভোট নেয়ায় একটু দেরি হচ্ছে। অপেক্ষা করতে হলেও সিস্টেমটায় খুশি আমরা।’

আর রানী বিলাসমনি সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ডা. মো. সেলিমুল্লাহ বলেন, পদ্ধতিটা নতুন বলে ভোটাররা অভ্যস্ত নয়। এজন্য ভোটগ্রহণে সময় লাগছে। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার নিয়মাবলী জানিয়ে শহরে মাইকিং করা হয়েছিল। কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি। তাই ভোটাররা কেন্দ্রে আসার পর নতুন করে তাদের সিস্টেমটা বুঝিয়ে দিতে হচ্ছে। এ কারণে ভোটগ্রহণে ধীরগতি। তবে সিস্টেমটা ভালো।

২০১৩ সালে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ বগির্কলোমিটার। বতর্মানে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। এর মধ্যে পুরুষ ভোটার পঁাচ লাখ ৬৯ হাজার ৯৩৫ ও নারী ভোটার পঁাচ লাখ ৬৭ হাজার ৮০১ জন। ওয়াডর্ সংখ্যা ৫৭টি। যার মধ্যে ১৯টি সংরক্ষিত নারী ওয়াডর্।

গত ৩১ মাচর্ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নিবার্চনী তফসিল ঘোষণা করে নিবার্চন কমিশন। সে অনুযায়ী গত ১৫ মে একসঙ্গে দুই সিটি করপোরেশনের নিবার্চন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নিয়ে সাভার ইউনিয়নের চেয়ারম্যান মো. সুরুজের এক মামলায় আদালত গাজীপুর সিটি নিবার্চনের ওপর স্থগিতাদেশ দেন। পরে নিবার্চন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে সে বাধা কেটে যায়। ইসি ২৬ জুন নতুন করে গাজীপুরে নিবার্চনের তারিখ নিধার্রণ করে।

রিটানির্ং অফিসারের কাযার্লয় জানায়, এবার ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। নিবার্চন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আট হাজার ৭০৮ জন নিবার্চনী কমর্কতার্। প্রতিটি কেন্দ্রে একজন করে মোট ৪২৫ জন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে