শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিন: ১৪ দল

যাযাদি রিপোর্ট
  ১৩ মার্চ ২০২০, ০০:০০
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা -যাযাদি

করোনাভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি এই দুর্যোগটি নিয়ে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের শরিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন- 'এটা অভ্যাস হয়ে গেছে, যেকোনো দুর্যোগে একটা মহল ব্যবসায় নেমে পড়ে। এই জনগণ তো আপনার ভাই-বোন আত্মীয়-স্বজন হতে পারে। তাদের কষ্ট দিয়ে ব্যবসা করার কোন মানে নেই। এটা দায়িত্বহীনতার পরিচয়।'

যারা দুর্যোগের সুযোগ নিয়ে ব্যবসা করে তাদেরকে 'গণদুশমন' আখ্যা দিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

করোনা প্রতিরোধের সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির বন্ধুদের বলব এখন রাজনীতি করার সময় নয়। আপনারা এগিয়ে আসুন।

তিনি বলেন, 'আপনাদের ধন্যবাদ জানাই যে, আপনারাও কর্মসূচি স্থগিত করেছেন। এখন দেশের এই পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে সকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।'

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে ১৪ দলীয় জোটের এই মুখপাত্র বলেন, 'বাঙালি জাতি সাহসী জাতি। যেকোনো দুর্যোগে বাঙালি ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, আতঙ্কিত না হয়ে আবারো আমাদের সাহসের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।'

এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পদক্ষেপ এবং আন্তরিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ নাসিম। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদেরও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের দেশে আসা নিরুৎসাহিত করে তিনি বলেন, 'বিদেশে যারা আছেন আপাতত আপনারা সেই দেশের সরকারের পরামর্শ ও পদক্ষেপ অনুযায়ী সেখানে থাকেন। কারণ ব্যাপকহারে প্রবাসীরা দেশে আসলে জনগণের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক সৃষ্টি হবে।'

বিমানবন্দরে আরো সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, 'বিদেশ থেকে যারা আসবে তাদের আরও সতর্কতার সঙ্গে স্ক্যানিং করতে হবে। যদি সম্ভব হয় তাহলে বিদেশ থেকে যারা আসবেন তাদের অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। কারণ তারা যদি দেশে এসে মানুষের সঙ্গে মিশে গ্রামে-গঞ্জে ঘুরে বেড়ায় এবং তাদের মধ্যে কোন ভাইরাসের জীবাণু থাকে, তাহলে সেটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে।'

নাসিম জানান, করোনাভাইরাসের কারণে সরকার ও আওয়ামী লীগ মুজিববর্ষের বিস্তারিত কর্মসূচি সীমিত করার কারণে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকেও সীমিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ১৭ই মার্চ রাত ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ১৪ দলের শীর্ষ নেতারা। এছাড়া ১৭ মার্চ ১৪ দলের অন্যতম শরিক দল তরিকত ফেডারেশনের কার্যালয়ে দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা।

এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপ-দপ্তর সম্পাদক শামীম খান সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92280 and publish = 1 order by id desc limit 3' at line 1