শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৪ মার্চ ২০২০, ০০:০০

পেট্রলপাম্পে

অগ্নিকান্ড

যাযাদি রিপোর্ট

রাজধানীর মহাখালীতে মধ্যরাতে একটি পেট্রলপাম্পে অগ্নিকান্ডের ঘটনায় এক যুবক দ্বগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মহাখালীর ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানান। আগুনে ফরহাদুল ব্যাপারী (৩৫) নামে একজন দগ্ধ হন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের এ ঘটনায় পাম্পের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পাম্পসূত্রে উলেস্নখ করা হয়েছে।

আড়াইহাজারে পৌর

কাউন্সিলর নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি চাপায় গোপালদী পৌরসভার ৭নং ওয়ার্ডের দু'বারের নির্বাচিত কাউন্সিলর জয়নাল (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে মর্নিং ওয়াকে বের হলে জালাকান্দি গোরস্তান এলাকায় একটি দ্রম্নতগামী সিএনজির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।

নিহতের ভাতিজা মোশারফ মাতাব্বর তার মৃতু্যর খবর নিশ্চিত করে বলেন, তার চাচা প্রতিদিনের মতো সকালবেলা মর্নিং ওয়াক করতে বরে হন। রাস্তায় তার আহত হবার সংবাদ শুনে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃতু্য হয়। পথচারীরা ঘাতক সিএনজিটি আটক করেছে।

গলায় চুইংগাম আটকে

শিশুর মৃতু্য

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গলায় চুইংগাম আটকে নাফিসা (১) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাতে মাতুয়াইল শিশু মাতৃ সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। সে ওই গ্রামের মীর জুয়েল আহাম্মেদের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশী অন্য এক শিশু বুধবার বিকেলে তাকে চুইংগাম খেতে দেয়। ওই চুইংগাম খেলে তা শিশুটির গলায় আটকে যায়। দ্রম্নত তাকে মাতুয়াইল শিশু মাতৃ সদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও গলা থেকে চুইংগাম অপসারণ করতে পারেননি। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। ওই দিনই রাত ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

ড্রামট্রাকের

চাপায় নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে রিকশা চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাসস্ট্যান্ড ইউটার্নের সামনে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রিকশাযাত্রী আনোয়ার হোসেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার সময় উলটো দিক থেকে একটি রিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি বালুভর্তি ড্রামট্রাক রিকশাটিকে চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকশাযাত্রী কুমিলস্না জেলার বুড়িচং থানার জিয়াপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে আনোয়ার হোসেন ও রিকশা চালক নিহত হন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিকশা চালকের নাম ঠিকানা জানা যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ড্রামট্রাকের নিচ থেকে দুইজনের লাশ উদ্ধার করেন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।

বিশ লাখ টাকার

মালামাল চুরি

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় সুরুজ ব্যাটারি মটর্স নামে একটি দোকানের শার্টারের তালা ভেঙে নগদ চার লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকান মালিক প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকানঘরের শার্টরে তালা লাগিয়ে বাসায় চলে যান। শুক্রবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখেন শার্টরের তালা ভাঙা। এ সময় ঘরের ভেতর দেখতে পান জিসিনপত্র তছনছ অবস্থায় পড়ে আছে এবং হামকো, লোকাস, ভলবো ও সেইফ পাওয়ার ব্যান্ডের ৭৫টি দামি নতুন ব্যাটারিসহ বিপুল পরিমাণ পুরানো ব্যাটারি ও ক্যাশ বাক্স ভেঙে নগদ চার লাখ টাকা চুরি হয়ে গেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ইয়াবাসহ এক

নারী আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

জৈন্তাপুরে ৮ বোতল ভারতীয় মদ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ২২০ টাকাসহ মাদক ব্যবসায়ী রিনা বেগম (৩০) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ী গ্রামে জনৈক আব্দুল জলিলের বসতঘর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি ইউনিট উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ী গ্রামে জনৈক আব্দুল জলিলের বসতঘরে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ২২০ টাকাসহ মাদক ব্যবসায়ী রিনা বেগমকে আটক করার সময় তার সহযোগীরা পালিয়ে যায়। এবং রিনা বেগমকে থানায় নিয়ে আসে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92475 and publish = 1 order by id desc limit 3' at line 1