বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু ভোট নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে: রবি

যাযাদি রিপোর্ট
  ১৫ মার্চ ২০২০, ০০:০০

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীতপ্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছন, এই আসনের ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেই চলেছেন। এজন্য সুষ্ঠু ভোট নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার সকালে ধানমন্ডি ও জিগাতলার বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ শেষে জিগাতলা কুইন্স কলেজের সামনে তিনি এ অভিযোগ করেন। এ ছাড়া মধুবাজার, রায়ের বাজার, মনেশ্বর রোড, জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন রবিউল আলম। এ সময় তিনি সাবেক ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন মিয়াসহ( মিয়া ভাই) স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর বাসায় গিয়ে কথা বলেন। ধানের শীষে ভোট চান। নির্বাচনী প্রচারণায় অন্যদের মধ্যে অংশ নেন, স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন সৈকত, শ্রমিকদলের আবু কাওসারসহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেই চলেছেন। নির্বাচন কমিশন থেকে তাকে সতর্ক করা হয়েছে।

কিন্তু কর্ণপাতই করছেন না। ব্যানার, ফেস্টুন এখনো অপসারণ করছেন না। স্কুলের কোমলমতি শিশুদের নিয়েও অনুষ্ঠান করছেন।

নৌকার প্রার্থীর উদ্দেশে রবি বলেন, তিনি সচেতন মানুষ বলেই নির্বাচন করতে এসছেন। আশা করি তিনি আচরণবিধির ব্যাপারে সজাগ হবেন, সাবধানী হবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা নেই। কারণ সরকার নির্বাচনব্যবস্থাকে কলুষিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92655 and publish = 1 order by id desc limit 3' at line 1